ওসমানীনগরে করোনা রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিসহ ৮ জনের নমুনা সংগ্রহ

11

শিপন আহমদ, ওসমানীনগর থেকে :
ওসমানীনগরের দয়ামীর ইউপির রাইকদাড়া (নোয়াগাঁও) গ্রামের উপজেলার প্রথম ৫২ বছর বয়সী করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা ৪জন সহ ৮ জনের নমুনা সংগ্রহ কার হয়েছে। শনিবার দুপুরে তাজপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে তাদের নমুনা সংগ্রহ করে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের মাধ্যেমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপজেলা করোন সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরী ৮জনের নমুনা সংগ্রহের সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার দয়ামীরের রাইকদাা গ্রামের করোনা আক্রান্ত ব্যক্তিকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া সিএনজি অটো রকিশা চালক, রোগীর সাথে যাওয়া এক ব্যক্তি এবং তার সংস্পর্শে আস পাশের বাড়ির ২জন, দয়ামীর এলাকার আরো ২জন এবং সাদীপুর ইউপির ২জন সহ মোট ৮জনের নমুনা সংগ্রহ করা হয়। করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আরো যে সব মানুষ এসেছিল পর্যায়ক্রমে তাদেরও নমুনা সংগ্রহ করা হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, শনিবারে ৮জনের নমুনা সংগ্রহ করার মাধ্যমে উপজেলা এ পর্যন্ত কয়েক দফায় মোট ৫৭ জনের নমুনা সংগ্রহ করা হলো।