কাজিরবাজার ডেস্ক :
আজ বুধবার (৩১ জানুয়ারি) প্রকাশ হচ্ছে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা। এতে নতুন করে ৪৩ লাখ ২০ হাজার ৫১৯ জন ভোটার যুক্ত হবেন। তালিকা থেকে মৃত ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। সব মিলিয়ে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৪০ লাখ ৭৭ হাজার ৩১৩ জন। তালিকায় যুক্ত হওয়া নতুন ভোটাররা আগামী সংসদসহ সব ধরনের নির্বাচনে ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।
এর আগে গত ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল ইসি। তখন খসড়া তালিকায় যুক্ত হয়েছিল ৪২ লাখ ৯৪ হাজার ৮৮৯ জন ভোটার। এছাড়া, সারাদেশে জেলা-উপজেলা ও থানা পর্যায়ে দাবি ও আপত্তির পর আরও কিছু সংখ্যক ভোটার তালিকায় যুক্ত হন।
জানা গেছে, খসড়া তালিকায় নতুন অন্তর্ভুক্ত ভোটারদের মধ্যে ২০১৭ সালে হালনাগাদ কার্যক্রমে ৩৩ লাখ ৩২ হাজার ৭৪২জন এবং ২০১৫ সালে আগাম তথ্য হতে ৯ লাখ ৬২ হাজার ২৯৬ জন অন্তর্ভুক্ত হয়েছেন। আর হালনাগাদ কার্যক্রমে অন্তর্ভুক্ত হওয়া ৩৩ লাখ ৩২ হাজার ৭৪২ জনের মধ্যে নারী ভোটার ১৬ লাখ ৯৯ হাজার ৬২২ জন ও পুরুষ ১৬ লাখ ৩২ হাজার ৯৭১জন। এছাড়া, বছরের বিভিন্ন সময়ে ২ লাখ ৭০ হাজার ১৫৮ জন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।