![Rotary Club of Sylhet Central (2)](https://kazirbazar.com/files/uploads/2022/08/Rotary-Club-of-Sylhet-Central-2-696x304.jpg)
রোটারী ডিস্ট্রিক্ট-৩২৮২ বাংলাদেশ এর ডিস্ট্রিক্ট গভর্নর রুহেলা খান চৌধুরী পিএইচএফ বলেছেন, ‘সেবা হচ্ছে মানবতার ধর্ম। সেবা করার চেয়ে বেশি প্রশান্তি আর হতে পারে না। সেবার মাধ্যমে অসহায় মানুষের জীবন বদলে দেওয়া এখনকার পরিস্থিতিতে অতি গুরুত্বপূর্ণ ও মহৎ একটি কাজ।’ মানবসেবার শপথ নিয়ে রোটারি পরিবারের অন্তর্ভুক্ত হয়ে আমাদের নিজ নিজ অবস্থান থেকে মানুষের জন্য কাজ করতে হবে। তিনি রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের প্রশংসা করে বলেন, এই ক্লাবের সদস্যরা নিজেদের উপার্জনকৃত অর্থ দিয়ে অসহায় মানুষের জীবন মান উন্নয়নের জন্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় রোটারিয়ানরা বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধনে সব মানুষকে একত্রিত করে শান্তিময় সমাজ গঠনে কাজ করতে হবে।
শুক্রবার (২৬ আগষ্ট) বিকেলে নগরীর জেলরোডস্থ একটি রেস্টুরেন্টের হলরুমে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের গভর্নর ক্লাব ভিজিট ও প্রতিবন্ধী ছাত্রকে পড়াশোনার জন্য আর্থিক সাহায্য প্রদান এবং বিশুদ্ধ পানির ফিল্টার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।
ক্লাব প্রেসিডেন্ট রোটাঃ পিপি বিকাশ কান্তি দাস পিএইচএফ এর সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারী রোটাঃ মনসুর আহমেদ পিএইচএফ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট ফাস্ট জেন্টেলম্যান জিয়াউদ্দিন চৌধুরী, ডিস্ট্রিক্ট সেক্রেটারী সিপি মোহাম্মদ শাহজাহান, এরিয়া ডাইরেক্টর (সুরমা জোন) পিপি হানিফ মোহাম্মদ, জোনাল কোর্ডিনেটর পিপি এম সাহেদ হোসাইন, ডেপুটি গভর্নর (সুরমা জোন) পিপি ইঞ্জিঃ মোঃ এএইচআর রব্বানী (জাহাঙ্গীর), এসাইন এসিস্ট্যান্ট গর্ভনর পিপি আব্দুল মুকিত আরএফএসএম, রোটাঃ শিশির রঞ্জন সরকার, রোটাঃ সাইদুর রহমান, রোটাঃ আহমেদ রশীদ চৌধুরী আরএফএসএম, রোটাঃ পিপি মোঃ নজরুল ইসলাম পিএইচএফ ও রোটাঃ পিপি মোঃ সিদ্দিকুর রহমান পিএইচএফ প্রমুখ।
প্রথমেই গভর্নরস অফিসিয়াল ক্লাব ভিজিট এরপর ক্লাব এসেম্বলি পরিচালনা করেন ডিস্ট্রিক্ট গভর্নর রুহেলা খান চৌধুরী পিএইচএফ। পরে সাপ্তাহিক সভায় রোটারী প্রত্যয় পাঠ করেন রোটাঃ আহমেদ রশীদ চৌধুরী আরএফএসএম। পরে বিরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের হাতে ওয়াটার ফিল্টার তুলে দেন এবং প্রতিবন্ধী ছাত্র আজিজুল হক মুন্না কে পড়াশোনা করার জন্য তার পিতার হাতে আর্থিক সাহায্য দেন। বিজ্ঞপ্তি