ইসকন সিলেট মন্দিরে ৫ দিনের বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব শেষে মঙ্গলবার (১৬ আগস্ট) সিলেট ছেড়েছেন জিবিসি ও ধর্মগুরু শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজ। দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন। এর আগে তাকে বিমানবন্দর সড়কের হোটেল গ্র্যান্ড সিলেটে ভক্তরা বিদায় সংবর্ধনা দেন। এজন্য তারা সকাল থেকে বিভিন্ন স্থান থেকে হোটেল লবিতে ভক্ত ও ইসকন নেতৃবৃন্দ সমাগত হন। ওই সময় ভক্তদের ভক্তিতে মুগ্ধ হন গুরুমহারাজ। বিদায়কালে সনাতন ধর্মাবলম্বী ভক্তদের আশির্বাদ করে যান গুরুমহারাজ।
জয়পতাকা স্বামী গুরুমহারাজ ১০ আগষ্ট সিলেটের ইসকন মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা উৎসবে যোগদেন। শুক্রবার তিনি রাধা-মাধবের বিগ্রহ পতিষ্ঠা করেন। ভক্ত অনুরাগীদের উদ্দেশে পবচন পদান করেন। লাখো ভক্ত ও অনুরাগী তাঁর পবচন শুনে অনুপাণীত হন।
মঙ্গলবার জয়পতাকা স্বামী গুরুমহারাজের বিদায় সংবর্ধনাকালে উপস্থিত ছিলেন,ইসকন সিলেট মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, ইসকন সিলেটের সাধারণ সম্পাদক ভাগবত করুনা দাস ব্রহ্মচারী,ইসকন সিলেট ইয়ুথ ফোরামের কো-অর্ডিনেটর দেবর্ষি শ্রীবাস দাস ব্রহ্মচারী,বলদেব কৃপা দাস ব্রহ্মচারী,পান্ডব গোবিন্দ দাস ব্রহ্মচারী, সিদ্ধমাধব দাস প্রমুখ। বিজ্ঞপ্তি