বুধবার চেম্বার কনফারেন্স হলে বৃটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে ও সিলেট চেম্বার এর সহযোগিতায় অনুষ্ঠিতব্য এনআরবি গ্লোবাল বিজনেস কনভেনশন ২০১৭ সংক্রান্ত বিষয়ে সাংবাদিকবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে সভায় বিবিসিসিআই এর প্রেসিডেন্ট এনাম আলী এমবিই বলেন, আগামী ২১ অক্টোবর ২০১৭ তারিখ শনিবার বিকাল ৩:৩০ ঘটিকায় আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে কনভেনশনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, এমপি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, এমপি। তিনি জানান এনআরবিদের নিয়ে প্রথমবারের মত অনুষ্ঠিতব্য এই কনভেনশনে বিশ্বের প্রায় ১৯টি দেশ থেকে প্রবাসী বাংলাদেশীগণ অংশগ্রহণ করবেন। যার মধ্যে বৃটেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, নেদারল্যান্ড্স, পর্তুগাল, সুইডেন, কানাডা, ফ্রান্স, স্পেন, ইটালি, আয়ারল্যান্ড, সিঙ্গাপুর, সৌদী আরব, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, ডেনমার্ক, তুরস্ক, মালয়েশিয়া, থাইল্যান্ড ইত্যাদি দেশ রয়েছে। তিনি বলেন, কনভেনশনটি আয়োজনে আমরা সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছি। কনভেনশনটি সিলেটকে আন্তর্জাতিক অঙ্গনে আরো পরিচিত করে তুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ তার বক্তব্যে বলেন, প্রবাসীগণ বাংলাদেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের সেই অবদানকে আরো বেগবান করতে এবং নতুন প্রজন্মের এনআরবিদের মধ্যে দেশের প্রতি আকর্ষণ সৃষ্টি ও প্রবাসী বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে আমরা এনআরবি গ্লোবাল বিজনেস কনভেনশন আয়োজনে যৌথভাবে কাজ করে যাচ্ছি। এতে সিলেট চেম্বারের সদস্যদের ফ্রি রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়েছে। তিনি জানান, কনভেনশনকে সফল করতে এবং দেশ-বিদেশ থেকে আগত প্রবাসী বাংলাদেশীদের শুভেচ্ছা জানাতে আমরা এয়ারপোর্ট সহ শহরের বিভিন্ন স্থানে বিলবোর্ড, ফেস্টুন ইত্যাদি লাগিয়েছি। এছাড়াও অনুষ্ঠান উদ্বোধনের দিন সকাল ১০টায় সিলেট চেম্বার থেকে শহীদ মিনার পর্যন্ত একটি র্যালীর আয়োজন করা হয়েছে। কনভেনশন চলাকালে বিনিয়োগ, পর্যটন ও আইসিটি সংক্রান্ত একাধিক সেমিনার অনুষ্ঠিত হবে। তিনি কনভেনশন আয়োজনে সহযোগিতা জন্য সিলেট সিটি কর্পোরেশন ও স্থানীয় প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানান। সভায় কনভেনশন সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিবিসিসিআই এর প্রেসিডেন্ট এনাম আলী এমবিই। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়েল্স-বাংলাদেশ চেম্বার অব কমার্সের চেয়ারম্যান দিলাবর এ হোসেন, সিলেট চেম্বারের সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, পরিচালক ও এনআরবি গ্লোবাল বিজনেস কনভেনশন আয়োজক কমিটির আহবায়ক নুরুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নোবেল, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, বাসস এর ব্যুরো চীফ মকসুদ আহমদ মকসুদ, আব্দুল করিম কিম, আব্দুল মালিক জাকা, আব্দুল কাদের তপাদার, আব্দুল বাতিন ফয়সল, গোলাম মোস্তফা ফারুক, মোহাম্মদ সিরাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিবিসিসিআই এর সহ সভাপতি আব্দুল কাইয়ুম, ডাইরেক্টর জেনারেল সাইদুর রহমান রানু, সিনিয়র এডভাইজার এস বি ফারুক, ড. ওয়ালি তছর উদ্দিন, পরিচালক ড. সানাওয়ার চৌধুরী, মোহাইমিন মিয়া, শফিকুল ইসলাম, সিলেট চেম্বারের পরিচালক মোঃ হিজকিল গুলজার, জিয়াউল হক, মাসুদ আহমদ চৌধুরী, মোঃ সাহিদুর রহমান, মোঃ ওয়াহিদুজ্জামান (ভূট্টো), মুশফিক জায়গীরদার, আমিরুজ্জামান চৌধুরী, এহতেশামুল হক চৌধুরী, চন্দন সাহা, ফালাহ উদ্দিন আলী আহমদ, মোঃ আব্দুর রহমান (জামিল), হুমায়ুন আহমেদ, আলহাজ্ব মোঃ আতিক হোসেন, মুজিবুর রহমান মিন্টু, এনআরবি রানা ফেরদৌস এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিবৃন্দ। বিজ্ঞপ্তি