জগন্নাথপুর সংবাদদাতা
সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তারের পর শনিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত ১০ টার দিকে উপজেলার আশারকান্দি ইউনিয়নের কামারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। জেলহাজতে যাওয়া হলেন- উপজেলার কমিরপুর গ্রামের মজনু মিয়া (৬২), শামীম মিয়া (২৭) ও শামীম আহমদ (৩০)। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার আশারকান্দি ইউনিয়নের করিমপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ আনোয়ার হোসেন লেবু মিয়ার সঙ্গে জায়গা-জমি নিয়ে দীর্ঘ আড়াই বছর ধরে বিরোধ চলছিল। এরই জেরে গত বৃহস্পতিবার রাত ১০ টার দিকে প্রতিপক্ষের ছুঁড়া গুলিতে জনি মিয়া গুরুতর আহত হন। পরে স্বজনরা তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সাথে জড়িত ৩ জনকে আটক করে। পরে শুক্রবার রাতে আহত জনির মামা লাল মিয়া বাদী আটক তিনজনের নামসহ ৫ জনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি শান্তি রয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।