জেলা শিল্পকলা একাডেমির নবান্ন উৎসব উদ্যাপন

65

নবান্ন উৎসব বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। আবহমান কাল ধরে বাঙালি অধ্যুষিত জনপদে সার্বজনীন ও অসাম্প্রদায়িক এ উৎসবটি পালিত হয়ে আসছে। আর এই ঐতিহ্যবাহী উৎসবটি পালনের অংশ হিসেবে সিলেট জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে দিনব্যাপী নানান কর্মসূচির মধ্য দিয়ে উদ্যাপিত হয় নবান্ন উৎসব ১৪২৪। উৎসবটি উদ্যাপন উপলক্ষে সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসনের আয়োজনে কবি নজরুল অডিটোরিয়াম থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে একই স্থানে নবান্ন মেলা ও পিঠা উৎসবের উদ্বোধন করা হয়। এরপর সকাল ১০:৩০টায় আয়োজন করা হয় আলোচনাসভার। সিলেট এর জেলা প্রশাসক মো: রাহাত আনোয়ার-এর সভাপতিত্বে অনুষ্ঠানসমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়-এর স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেবজিৎ সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শহিদুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু সাফায়াৎ মুহম্মদ শাহে দুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ, জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংস্কৃতিক নেতৃবৃন্দ, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন কাজী আরিফুর রহমান, ভারপ্রাপ্ত জেলা কালচারাল অফিসার, সিলেট। নবান্ন মেলার স্টল প্রদর্শনীতে অংশগ্রহণ করেন যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, ইনক্লুসিভ স্কুল এন্ড কলেজ, নারী উদ্যোগ কল্যান সমিতি, এ বি কৃষি প্রকল্প, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু) এবং সংক্রানিন্ত। এরপর বিকেল ৩টায় শুরু হয় শিল্পকলা একাডেমি আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতা। একই সময়ে কবি নজরুল অডিটোরিয়ামের মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সাংস্কৃতিক পরিবেশনায় ছিল সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও বিশষ্ট শিল্পীবৃন্দ। বিকেল ৫টায় আয়োজন করা হয় চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। অনুষ্ঠানে প্রতি বিভাগে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। এছাড়াও নবান্ন উৎসবের আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দিতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে ১টি করে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। বিজ্ঞপ্তি