স্টাফ রিপোর্টার :
সিলেট-১ আসনের সাংসদ পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন আজ শুক্রবার ২ দিনের সফরে নির্বাচনী এলাকায় আসছেন। ওই দিন সকাল ৮ টা ৫০ মিনিটে তিনি আকাশপথে সিলেটে পৌঁছাবেন এবং পরদিন শনিবার রাত ৮টা ৫০ মিনিটে তিনি সিলেট ত্যাগ করবেন। এমন তথ্য বৃহস্পতিবার মন্ত্রীর দপ্তরের পরিচালক মো. এমমাদুল ইসলাম চৌধুরী নিশ্চিত করেছেন।
তার স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, মন্ত্রী শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে এমএজি ওসমানী বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর সকাল ১০ টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পে ভূমি অধিগ্রহণ বিষয়ক মতবিনিময় সভায় যোগদান করবেন। এরপর বিকেল সাড়ে ৩টায় সিলেটের জিন্দাবাজারস্থ মন্ত্রীর কার্যালয় পরিদর্শন করবেন। পরে বিকেল সোয়া ৫টায় নগরীর দক্ষিণ সুরমা গণগ্রন্থাগার নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করবেন। পরদিন শনিবার সকাল ১১ টায় সিলেট জেলা পরিষদ কর্তৃক শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এ দিন দুপুর ১টায় সিলেট স্টেশন ক্লাবের নবনির্বাচিত সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন। বিকেল ৪টায় সিলেট সদর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করবেন। এরপর রাত ৮টা ৫০ মিনিটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।