কাজির বাজার ডেস্ক
স্কুলে শিক্ষার্থীদের থেকে অগ্রিম বেতন নেয়া যাবে না বলে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি শিক্ষাবর্ষের মাধ্যমিক/সমামানের সকল শেণির বার্ষিক পরীক্ষা/মূল্যায়ন নভেম্বরের মধ্যে শেষ করার নির্দেশনা দেয়া হয়েছে। কিন্তু এ অজুহাতে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতনসহ অন্যান্য পাওনা শিক্ষার্থীদের কাছ থেকে একসঙ্গে অগ্রিম আদায়ের নোটিশ দেয়া হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। নির্দেশনায় আরও বলা হয়, সকল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে বেতনসহ অন্যান্য পাওনা স্ব স্ব মাসেই নিতে হবে। একসঙ্গে একাধিক মাসের পাওনাদি অগ্রিম নেয়া যাবে না। বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অনুসরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
এদিকে, মাউশির আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৫ নভেম্বর থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের এ মূল্যায়ন প্রক্রিয়া শুরু হবে। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। এ অবস্থায় ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন সময়সূচি সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বাস্তাবায়ন বা অনুসরণ করার জন্য নির্দেশনা দেয়া হলো।