জৈন্তাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে, নিহত বাবা মেয়ে

8

জৈন্তাপুর থেকে সংবাদদাতা :
নরসিংদী থেকে ভ্রমণের জন্য রুবেল মিয়া পরিবারবর্গ নিয়ে রওয়ানা দেন সিলেটের জাফলং এর উদ্দেশ্যে। তাদের যাত্রায় সিলেটে পোঁছালেও শেষ গন্তব্যস্থল জাফলং যাওয়া হয়নি তাদের। সিলেট থাকে জাফলং যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ৩৫-৩১৯৭) ব্রীজের নিচে খাদে পড়ে। এতে নিহত হয়েছেন দুজন। গুরুতর আহত হয়েছেন আরও তিন জন।
শুক্রবার (৫ আগষ্ট) সকাল সাড়ে ৯ টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলান- নরসিংদী জেলার শিবপুর থানার কুন্দারপাড় গ্রামের রুবেল মিয়া ও তার ৪০ দিন বয়সী শিশু সন্তান রাহী আক্তার আদরী নিহত হন। আহতরা হলেন- রুবেল মিয়ার স্ত্রী কাজল আক্তার, কাজল আক্তারের ভাই নরসিংদী সদর উপজেলার ফোড়দিয়া গ্রামের বদরুজ্জামানের ছেলে রাসেল আহমদ ও তার স্ত্রী আনিকা আক্তার।
স্থানীয় ও পুলিশ সূত্র যানায়, ভ্রমনের জন্য জাফলং যাওয়ার পথে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে জৈন্তাপুরের লক্ষ্মীপুর খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু আদরীকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা রুবেল মিয়াকে মৃত ঘোষনা করেন। নিহত ২জন বাবা মেয়ে বলে যানায় (ওসি)। আহত তিন জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাইভেটকারযোগে রুবেল মিয়ার পরিবার নরসিংদী থেকে জাফলং বেড়াতে যাচ্ছিলেন। গাড়ি চালক ছিলেন রুবেল এর শালক রাসেল আহমদ। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আহতরা একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।