জগন্নাথপুরে সহকারী শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন

15

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সহকারী শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। ৩১ জুলাই রবিবার পৌর শহরের স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি রেজি.নং-এস ১২০৬৮ এর ত্রি-বার্ষিক কমিটি গঠন উপলক্ষে জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। নব-গঠিত কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল হক, সাধারণ সম্পাদক সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফুর রহমান ও কোষাধ্যক্ষ ঘোষগাঁও-টিয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রিপন সূত্রধর। এছাড়া সভায় আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
আবদুল খালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিকাশ চন্দ্র দাসের সভাপতিত্বে ও সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চ.দা) ফরিদ আহমদ জামাল, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চ.দা), আলমগীর হোসেন, কবিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চ.দা) শংকর চন্দ্র নাথ, রতিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চ.দা) গণেশ চক্রবর্তী ও শ্রীধরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চ.দা) ফরিদ আহমদ।
এতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, রুবী রাণী রায়, সাথী রায়. আবুল কালাম, নুর আহমদ, শহিদুর রহমান, মনিবুর রহমান জিয়া, রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, শরীফ উল মামুন, সুমী বেগম, নীলিমা দাস প্রমুখ।