জালালপুরের সালিশ ব্যক্তিত্ব ফজলুর রহমান মেম্বারের মৃত্যুবার্ষিকী আজ

16

দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব ও সর্বজন শ্রদ্বেয় ব্যক্তি ফজলুর রহমান মেম্বারের ৯ম মৃত্যুবার্ষিকী আজ ২৭ জুলাই বুধবার। উনার মৃত্যবার্ষিকী উপলক্ষে আজ বুধবার জালালপুর কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আছর এবং জালালপুর উত্তর জামে মসজিদে বাদ মাগরিব দোয়া মাহফিলের আয়োজনকরা হয়েছে। এছাড়া মরহুমের রুহের মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন ফজলুর রহমান মেম্বার স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্টাতা উনার বড় ছেলে যুক্তরাজ্য প্রবাসী তওয়াহিদুর রহমান টিপু।
উল্লেখ্য মরহুম ফজলুর রহমান ছিলেন স্বাধীনতার পর থেকে জালালপুর ইউনিয়ন পরিষদের টানা তিনবারের জনপ্রিয় ইউপি সদস্য। এছাড়া তিনি দক্ষিণ সুরমার একজন সুপরিচিত সালিশি বিচারক ছিলেন। মরহুম জননেতা পীর হবিবুর রহমানের ঘণিষ্ট সহযোদ্ধা ফজলুর রহমান মেম্বার আজীবন বামরাজনীতি করেছন। মৃত্যুর পূর্বে তিনি সিলেট জেলা গণতন্ত্রী পার্টির সহসভাপতি এবং দক্ষিণ সুরমা উপজেলার সভাপতির দায়িত্ব পালন করেছেন। ১৯৬৯ সালে তৎকালীন সদর থানার আনসার বাহিনীর কমান্ডার ছিলেন তিনি। ছিলেন জেলা দলের কৃতি ফুটবলার। তাঁর মৃত্যুর পর স্মৃতি রক্ষার্থে উনার পরিবারের সহযোগিতায় এলাকার বিশিষ্টজন মিলে ফজলুর রহমান মেম্বার স্মৃতি ফাউন্ডেশন গঠন করেন। এ ফাউন্ডেশন এলাকার শিক্ষা ও সমাজ উন্নয়নে কাজ করছে। তার যুক্তরাজ্য প্রবাসী তিন পুত্র ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। বিজ্ঞপ্তি