সাহেব মাহমুদ

8

আমাদের দেবুদা :

আমার কোন অভিযোগ নেই, নেই মাথার উপরে সুনীল আকাশ, আছে বাতাসে তপ্ত দীর্ঘশ্বাস
আমার কোন সূর্য নেই, সবটুকু সূর্য নিয়ে গেছে, সে তখন নাটোরের বনলতা সেন।
এখন আমি আগুনের ফুল নিয়ে খেলছি অস্ফুটে শিশুর মতো সারাক্ষণ।

চোখের জলে পাই সাগরের দেখা, কত যে পাহাড় ডুইবা যায়, তুমি তার কতটুকু খবর রাখো? হে আমার বনলতা।
রহস্যময়ী তুমি ভালোবাসা বদলে দাও অনায়াসে,
ঠিক তোমার পোশাক বদলের মতো।
অথচ তোমার মাঝেই আমার সকল স্বপ্ন ধ্বনিত প্রতিধ্বনিত হইতো।
আমাকে যে পথ প্রথম তুমি দেখাইছিলা গোলাপি মধুর ঠোঁটে পড়ন্ত বিকেলের দূরন্ত সময়ে,
সে পথ বেশি দূরে নয় এইটুকু ব্যবধান এই পথে হারিয়ে গেছে শরত বাবুর দেবুদা বরফের মতো করুণ আশেষ বুকের ভিতর চাইপা।