অভি দে শিবা

4

গোধূলির সে প্রেম :

সেদিন আকাশের দিকে তাকিয়ে তোমাকে
খুবি মিচ করছিলাম!
আকাশে সেদিন প্রচুর তারার মেলা বসেছিলো!
তারা গুলোর যেনো আমার দিকে দেখে
প্রচ- জোরে হাসতেছিলো!
কারণ আমি তোমাতে হারিয়ে গিয়েছিলাম,
তোমার ভাবনায় এতোই মগ্ন ছিলাম যে,
কখন যে আকাশ থেকে বৃষ্টি ঝরে পড়লো
আমি বুঝতেও পারি নাই!
সেদিন হঠাৎ অবেলায় শ্রাবণের জল
গড়িয়ে পড়েছিলো!
সেদিন থেকে নিশিতে ও গোধূলিতে আমি
আকাশের দিয়ে তাকিয়ে থাকি
অপলক দৃষ্টিতে!
আর তোমার ভাবনায় ডুবে হয়ে যায় একাকার!
কল্পনার সাগরেতে তোমাকে আমি নিত্য খুঁজে পাই !
তোমার আদর মাখা মুখ খানি আমার আঁখি
পানে ভাসে, আমার হৃদয় হরণ করে!
তোমার পায়ের পায়েলের ধ্বনি আমাকে
এক স্বগীয় সুখ এনে দেই!
তাই আমি নিশিতে আকাশের দিকে
তাকিয়ে থাকি!
গোধূলিতে সাগরে পাড়ে বসে
একাকী সূর্যের শেষ রশ্মির সাথে
সাগরের মহা মিলন দেখি!
সাগরের দিকে তাকালে আমি
তোমাকে খুঁজে পাই!
সে কারণে গোধূলি বিকেল আমার কাছে
খুবই প্রিয়!
মনে পড়ে যায় সেদিন গোধূলি বিকেলের
প্রতিটা স্মৃতি, যেদিন তুমি এসেছিলে
আমার জীবনে!
তুমি যে আমার গোধূলির সে প্রেম!