সুদানে জাতিগত সংঘর্ষে নিহত ১০৫

3

কাজিরবাজার ডেস্ক :
সুদানের ব্লু নিল রাজ্যে জমি নিয়ে বিরোধের জেরে জাতিগত সংঘর্ষে ১০৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৯১ জন।
রাজ্যটির স্বাস্থ্য মন্ত্রীর বরাত দিয়ে বুধবার (২০ জুলাই) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
গত ১১ জুলাই ইথিওপিয়া এবং দক্ষিণ সুদানের সীমান্ত রাজ্যটিতে গত ১১ জুলাই বার্টি এবং হাউসা জাতিগোষ্ঠীর সদস্যদের মধ্যে লড়াই শুরু হয়।
ব্লু নিল রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জামাল নাসের বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। শনিবার থেকে সেনা মোতায়েনের ফলে লড়াই কিছুটা কম হয়েছে। বাস্তুচ্যুতদের আশ্রয় দেওয়াই এখন বড় চ্যালেঞ্জ।
মঙ্গলবার (১৯ জুলাই) জাতিসংঘ জানায়, লড়াই শুরু হওয়ার পর প্রায় ১৭ হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। এদের মধ্যে ১৪ হাজার মানুষ আল-দামাজিনের তিনটি স্কুলে আশ্রয় নিয়েছে।
চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত জাতিসংঘ পাঁচ লাখ ৬৩ হাজার মানুষকে সহায়তা দেয়।
সুদান বিশ্বের অন্যতম দরিদ্র দেশ। গত অক্টোবরে সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে একটি অভ্যুত্থানের পর থেকে দেশটিতে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট আরও বেড়েছে। স্বাধীনতার পর থেকে বেসামরিক শাসনের বিরল বিরতি দেখেছে।
সুদানে ভূমি, গবাদিপশু নিয়ে নিয়মিত মারাত্মক সংঘর্ষের ঘটনা ঘটে।