স্টাফ রিপোর্টার :
সিলেটের শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল সোমবার সকালে এই মতবিনিময় সিলেট সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের এমপিওভুক্তি যেন সহজ হয়, মসৃণ হয়। কাউকে যেন হয়রানির শিকার হতে না হয়। আমাদের শিক্ষকরা অনেক পরিশ্রম করেন। পড়ানো অনেক কঠিন কাজ, এটা অন্য কাজের মতো না। আগেকার দিনে শিক্ষকরা শাসন করতেন, আজকাল তো শাসন চলে না। এখন সবই শুধু আদর, স্নেহ, ভালোবাসার মাধ্যমে বুঝিয়ে বলা। কাজেই এখন কাজটা আরও কঠিন। সেই কঠিন কাজটা যারা করেন, যারা আমাদের মানুষ তৈরি করছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার সোনার মানুষদের তৈরি করছেন, সেই মানুষ গড়ার কারিগরদের সম্মান যেন কোথাও ক্ষুণ্ন না হয়, তাদের যেন কোথাওয় হয়রানিতে পড়তে না হয়।’ দীপু মনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে কিছু ব্যত্যয় দেখছি কোথাও কোথাও। খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে। এসব ঘটনা শুধুমাত্র আইন দিয়ে বন্ধ করার বিষয় না। আইন আছে, বিধিবিধান আছে, কিন্তু তারপরেও সামাজিকভাবে আমরা যদি সচেতন না হই, তাহলে এই ধর্মের ধোয়া তুলে নানান জায়গায় অপপ্রচার করে, তারপরে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু সেভাবেই ঘটনাগুলো ঘটেছে। কোথাও কোথাও হয়তো দু-একটা ভিন্নরকম আছে। আমাদের সবার চেষ্টা করতে হবে শিক্ষক সমাজ যেন কোথাও কোনোভাবে হয়রানির শিকার না হয়। সমাজকে তাদের পাশে দাঁড়াতে হবে। কেউ নিগৃহিত হলে আমরা যেন নিশ্চুপ দাঁড়িয়ে না থাকি। মন্ত্রী আরও বলেন, ‘দেশের আইন-কানুন আছে। যেখানেই তদন্তসাপেক্ষে যে-ই কোনো অপরাধের জন্য চিহ্নিত হবেন, তার যথাবিহীত শাস্তির ব্যবস্থা করা হবে।’
শিক্ষা কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, এমপিওভুক্তি নিয়ে অনেক রকম অভিযোগ পাওয়া যায়। আপনারা প্রত্যেকে খেয়াল রাখবেন। একসময় বিকেন্দ্রীকরণ করা হয়েছিল সুবিধার জন্য। কিন্তু এমপিওর ক্ষেত্রে বিকেন্দ্রীকরণ হয়তোবা সুবিধার চেয়ে অসুবিধা বেশি করে দিয়েছে কিনা এটাও প্রশ্ন আছে। আমরা চিন্তা করছি, হয়রানিমুক্তভাবে শিক্ষকদের এমপিওভুক্তির কাজটা করা সম্ভব হয়।’