তুহীন বিশ্বাস

17

নির্ঘুম লালসা :

পরিপূর্ণ, স্বয়ংসম্পূর্ণ, পরিতৃপ্তির ধারক-
হাত বাড়িয়ে স্পর্শ নেয় মায়াবী অশ্রুজলে,
হতাশা থেকে নির্গত আত্মহননের স্ফুলিঙ্গ,
অদৃশ্য অস্পৃশ্য ক্ষুধা নির্লজ্জতার শিখরে।

প্রাপ্তিগুলো পুড়ে অঙ্গার নির্ঘুম লালসায়,
আমিত্ব থেকে ঝরে লুকায়িত দৈন্যতা।
প্রবেশদ্বারের জল সর্বসাধারণের উন্মুক্ত!
স্বার্থপর প্রেমিক লুফে অহংকারের নির্যাস।

সহগ্র সালাম প্রণাম লুটিয়ে পড়ছে পা’য়
অন্তরীক্ষে কষ্ট মেলা, যন্ত্রণা কাটা ঘায়।
শুধরে নিও ভুলগুলো যা-কিছু জীবনের
নইলে বিষ বিষাক্তে যাত্রী হবে মরনের।