উন্নয়নশীল দেশ গড়তে সবাইকে তথ্য প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত হতে হবে – তাহমিলুর রহমান

15

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
উন্নয়নশীল দেশ গড়তে সবাইকে তথ্য প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত হতে হবে। আজ বিশ্বের দিকে তাকালে দেখা যায় তথ্য প্রযুক্তির শিক্ষায় যারা এগিয়ে রয়েছে তারা উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। গোয়াইনঘাটে ইত্তেহাদ কম্পিউটার ট্রেনিং সেন্টার কর্তৃক শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাহমিলুর রহমান উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় তিনি ইত্তেহাদ কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালকদের ধন্যবাদ জানিয়ে তথ্য প্রযুক্তির শিক্ষায় গোয়াইনঘাটকে এগিয়ে নিতে তিনি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
বৃহস্পতিবার দুপুরে গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে গোয়াইনঘাট হুসাইনিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মতিন এর সভাপতিত্বে এবং আইসিটিসি প্রধান পরিচালক সুলতান মাহমুদ বিন সিরাজের সঞ্চালনায় ইত্তেহাদ কম্পিউটার ট্রেনিং সেন্টার কর্তৃক শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মনজুর আহমদ, ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আবুল খয়ের, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেব ব্রত ভট্টাচার্য, পরগনা বাজার স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মুস্তাফিজুর রহমান ও আবুল কালাম আজাদ।