কানাইঘাট থেকে সংবাদদাতা :
জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ ২০১৯ উপলক্ষে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সেবা সপ্তাহ পালন করা হচ্ছে। স্বাস্থ্য সেবা সপ্তাহের প্রথম দিন ১৬ এপ্রিল মঙ্গলবার সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান সহ হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্ন অভিযান, বর্তমান সরকারের স্বাস্থ্য সেক্টরের অগ্রগতির চিত্র প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। দ্বিতীয় দিন বুধবার দিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা হাসপাতালের বর্হিবিভাগে বিশেষ চিকিৎসা সেবা প্রদান ও সেবা সপ্তাহর বর্ণাঢ্য র্যালি, স্বাস্থ্য সচেতনতা পুষ্টি ও খাদ্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তৃতীয় দিন বৃহস্পতিবার বিশেষ চিকিৎসক দ্বারা বর্হিবিভাগে চিকিৎসা সেবা প্রদান, পরিষ্কার পরিচন্নতা অভিযান পরিচালনা করা হয় এবং স্বাস্থ্য সেবার মানোন্নয়নে সেবা দাতা ও সেব গ্রহিতাদের মধ্যে মতবিনিময় ও স্বাস্থ্য সেবায় কমিউনিটি ক্লিনিকের অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেবা সপ্তাহ উপলক্ষে গত বৃহস্পতিবার বেলা ২টায় কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ শেখ শরফুদ্দিন নাহিদ। এ সময় তিনি সাংবাদিকদের সেবা সপ্তাহ উপলক্ষে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলার সকল কমিউনিটি ক্লিনিকের সেবার কার্যক্রম তোলে বলেন, কানাইঘাটের মানুষের দোরগোড়ায় সরকারী ভাবে স্বাস্থ্য সেবা পৌছে দিতে হাসপাতাল ও যারা কমিউনিটি ক্লিনিকে দায়িত্ব পালন করে থাকেন তারা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। সেবা প্রাপ্তিরা সব সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ কমিউনিটি ক্লিনিক এবং পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে সার্বক্ষণিক চিকিৎসা সেবা পান এজন্য আমরা নানা ধরনের উদ্যোগ গ্রহণ করছি। তারপরও সেবার পরিধি কিভাবে আরো ভাল করা যায় এ জন্য সকল মহলের পরামর্শ আমরা নিচ্ছি। ডাঃ শেখ শরফুদ্দিন নাহিদ স্বাস্থ্য কমপ্লেক্সে এসে সব ধরনের সেবা দ্রুত নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। মতবিনিময় কালে হাসপাতালের পরিসংখ্যাবিদ সুবোধ দাস সহ প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সাধারন সম্পাদক ও উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য নিজাম উদ্দিন, সহ-সম্পাদক আব্দুন নূর, সদস্য শাহিন আহমদ, সুজন চন্দ্র অনুপ, মুমিন রশিদ প্রমুখ।