সিলেট বইমেলায় শিশু কিশোরদের কন্ঠে ধ্বনিত বাংলাদেশ ও স্বাধীনতা

5

‘বাংলাদেশ বুলেট নিয়ে হুমড়ি খায় দীপ্ত হয়, বাংলাদেশ কার্ফুঘেরা লক্ষকোটি কণ্ঠময়, বাংলাদেশ রক্তভেজা মৌন এক অন্ধকার, বাংলাদেশ শপথ নেয় তীব্র এক স্বাধীনতার’ সিলেট বইমেলার একাদশতম দিনে শিশু কিশোরদের কন্ঠে ধ্বনিত হয় বাংলাদেশ ও স্বাধীনতা কথা। এছাড়াও ক বিভাগের প্রতিযোগিদের গতানুগতিক ছড়ায় মুগ্ধ হন মেলায় আগত লেখক, পাঠক ও দর্শনার্থীরা।
মঙ্গলবার (১১ ফেব্র“য়ারি) নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে একাদশতম দিনের মত চলছে সিলেট বই মেলা। গতকাল মেলায় শিশু কিশোরদের জন্য আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। তাই শহীদ মিনারের মূল মঞ্চে দেশ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতার, ভাষা আন্দোলনের ছড়া ও কবিতা পরিবেশন করে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু কিশোররা। প্রতিযোগিতার সঞ্চালনায় ছিলেন সিলেট বন্ধুসভার সাহিত্য সম্পাদক রাহিদুজ্জামান রাজিব।
প্রথম আলো বন্ধুসভার আয়োজনে সিলেট বইমেলায় শুরু হয় বেলা তিনটায়। বিকাল সাড়ে চারটা থেকে শুরু হয় আবৃত্তি প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ক বিভাগে (শিশু শ্রেণি থেকে নার্সারী দ্বিতীয়) প্রতিযোগীরা ইচ্ছেমতো ছড়া আবৃত্তি করে। খ বিভাগের (প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি) প্রতিযোগীরা কবি ফজলে শাহাবুদ্দীনের কবিতা বাংলাদেশ একাত্তরে, গ বিভাগের (চতুর্থ শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি) প্রতিযোগীরা কবি সৈয়দ শামসুল হকের আমার পরিচয় ও ঘ বিভাগের (সপ্তম থেকে দশম শ্রেণি) প্রতিযোগীরা কবি নির্মলেন্দু গুণের স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো কবিতা আবৃত্তি করে।
আবৃত্তি প্রতিযোগিতার বিচারক ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আমিনুল ইসলাম লিটন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি ম-লীর সদস্য মোকাদ্দেস বাবুল ও বাংলাদেশ শিশু একাডেমির আবৃত্তি প্রশিক্ষক নাজমা পারভীন।
প্রতিযোগিতা শেষে বিচারকদের হতে শুভেচ্ছা উপহার তুলে দেন ছড়াকার বিধুভূষণ ভট্টাচার্য, দৈনিক শুভ প্রতিদিনের বার্তা সম্পাদক ছামির মাহমুদ ও কাজল ব্রাদার্সের বিভাগীয় ব্যবস্থাপক নাজমুল হোসেন।
পঞ্চমবারের মত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বইমেলা আয়োজন করেছে সিলেট বন্ধুসভা। বইমেলা সুন্দর করতে ও পাঠকদের বিনোদন দিতে সিলেট বন্ধুসভার রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্য আড্ডা, আলোচনা সভা, শিশুদের আবৃত্তি, চিত্রাঙ্কন, ফটোগ্রাফি ও সেলফি প্রতিযোগিতা ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন।
আজ মেলায় দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। দুটি বইয়ের প্রকাশক মো. জসিম উদ্দিন। সাংবাদিক ফয়সল আলমের সঞ্চালনায় লেখক অলিউর রহমান খানের ‘সপ্তর্শী’ বইয়ের মোড়ক উন্মোচন শেষে বই নিয়ে আলোচনা করেন আয়েশা মুন্নি, সিলেট প্রেসক্লাবের সভপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু ও দৈনিক সিলেট মিররের সম্পাদক আহমেদ নূর।
রানা কুমার সিংহের সঞ্চালনায় লেখক শরিফুল হাসান শিশিরের ‘রক্তাক্ত ১৫ আগষ্টেও শহিদের’ বইয়ের মোড়ক উন্মোচন শেষে আলোচনায় অংশ নেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, ছড়াকার অজিত রায় ভজন ও প্রকাশক মো. জসিম উদ্দিন।
লেখকের সাথে আড্ডা পর্বে সিলেট বন্ধুসভার সাবেক সভাপতি শাহ সিকান্দার শাকিরের সঞ্চালনায় কৃষ্ণচূড়া বইয়ের লেখক মাহমুদ রেজার সাথে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সেলফি প্রতিযোগিতার বিজয়ী মো. ইকবাল হোসেন সজিব হাতে পুরস্কার তুলে দেন কবি পুলিন রায়। বিজ্ঞপ্তি