বিভিন্ন ঈদগাহে মসজিদে ঈদ জামাতের সময়সূচী

7

স্টাফ রিপোর্টার :
সিলেটে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। শাহী ঈদগাহের ঈদ জামায়াতে ইমামতি করবেন সিলেটের খ্যাতনামা আলেমে দ্বীন আল্লামা রশিদুর রহমান ফারুকী বর্ণভী।
আলীয়া মাদরাসা মাঠ : আন্জুমানে খেদমতে কুরআন সিলেট-এর উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট সরকারী আলীয়া মাদরাসা মাঠে ঈদের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুস সালাম-আল মাদানী। এছাড়াও জামায়াতে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।
কুদরত উল্লাহ জামে মসজিদ : নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে পৃথক তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, ইমামতি করবেন শায়েখ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী। দ্বিতীয় জামাত হবে ৮টায়, ইমামতি করবেন হাফেজ মাওলানা মিফতাহুদ্দীন এবং তৃতীয় জামাত ৯টায় অনুষ্ঠিত হবে, ইমামতি করবেন হাফেজ আব্দুল হাকিম।
কালেক্টরেট মসজিদ : নগরীর কোর্ট পয়েন্ট সংলগ্ন কালেক্টরেট জামে মসজিদে ঈদুল আযহার জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।
জজকোর্ট মসজিদ: নগরীর সুরমা মার্কেটের উত্তর দিকের জজকোর্ট জামে মসজিদে ঈদুল আযহার জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭ টায়।
সিলেট রেজিস্ট্রারী মাঠ: নগরীর রেজিস্টারী মাঠে পবিত্র ঈদুল আযহার ২টি জামায়াত অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ৬ টায় আর দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭ টায়।