স্টাফ রিপোর্টার :
নগরীতে মহিলা জাতীয় পার্টির মিছিলে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। মহিলা জাতীয় পার্টির নেত্রীদের অভখিযোগ, তাদের মিছিলে একদল যুবক হামলা চালায়। এতে সিলেট সদর উপজেলা মহিলাপার্টির আহবায়ক রাবেয়া বেগমসহ ৩ জন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা জাতীয় পার্টির উদ্যোগে কেন্দ্রীয় অতিরিক্ত মহাসচিব তাজ রহমানের সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করে।
অনুষ্ঠান শুরু হওয়ার পর নগরীর কোর্ট পয়েন্ট থেকে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও মহিলা পার্টির সিলেট জেলার সভাপতি নাহিদা আক্তার চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি জেলা পরিষদ মিলনায়তনের সামনে গিয়ে ঢুকতে চাইলে জেলা জাতীয়পার্টির সদস্য সচিব উসমান আলীর লোকজন তাদের বাধা প্রদান করেন বলে অভিযোগ করেছেন নাহিদা আক্তার। এ সময় উভয়পক্ষ হাতাহাতির পাশাপাশি সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষকালে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় হামলায় সিলেট সদর মহিলা পার্টির আহবায়ক রাবেয়া বেগম, সদস্য সচিব জ্যেতি বেগম আহত হন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। সংঘর্ষকালে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব উসমান আলী বলেন, এখানে কোন হামলা বা ককটেল বিস্ফোরিত হয়নি। তিনি বলেন, সিলেটে মহিলা জাতীয় পার্টি দুই ভাগে বিভিক্ত। তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে মারামারি ঘটেছে। তবে তাদেরকে হলে প্রবেশের নিষেদ বিষয়ে তিনি বলেন, এরা বির্তকিত মহিলা, এজন্য ভিতরে ঢুকতে দেওয়া হয়নি।