আজম সিদ্দিক রুমি
গাছ আমাদের বন্ধু সেজে
আড়াল হয়ে হাসে,
মানুষ জাতির উপকারে
সদয় থাকে পাশে।
আমাদের সব গাছের প্রতি
যত্ন নিতে হবে,
তবেই দেশের এই পরিবেশ
আরও ভালো রবে।
গাছপালাতে সুন্দর করে
দেশের পরিবেশ,
চতুর্দিকে সবুজ দেখায়-
রূপের হয় না শেষ।
মাটির বুকে গাছই যদি
নাই বা থাকে কভু,
বেজার হবেন সৃষ্টিকর্তা
যেই আমাদের প্রভু।
মাটি সব গাছের জন্য, আর-
গাছের জন্য মাটি,
দোঁআশ এটেল মাটির ঘ্রাণে
গাছ হয়ে যায় খাঁটি।
আসুন সবাই একটি করে
গাছ কিনে সব লাগায়,
দেশের মাঝে প্রকৃতিকে
নতুন করে জাগায়।
আসলে এই গাছ আমাদের
খুবই ভালো মিত্র,
দেখবে গাছে ফুটে থাকে
ভালোবাসার চিত্র।