স্পোর্টস ডেস্ক :
চলতি বছর ইতিমধ্যেই দুটো গ্র্যান্ড স্ল্যাম জেতা হয়ে গেছে স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালের। এবার তৃতীয়টি জয়ের লক্ষ্যেই উইম্বলডনে অংশ নিয়েছেন তিনি। কিন্তু টুর্নামেন্টের শুরু থেকেই জয়গুলো সহজে ধরা দিতে চাচ্ছে না। প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ডেও জয় পেতে বেশ কষ্ট পোহাতে হয়েছে নাদালকে।
দ্বিতীয় রাউন্ডের ম্যাচে প্রতিপক্ষ হিসেবে লিথুয়ানিয়ান তারকা টেনিসার রিকার্দাস বেরাংকিসকে পান ২১বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল। তৃতীয় রাউন্ডের ওঠার ম্যাচে প্রতিক্ষকে ৩-১ গেমে হারিয়েছেন স্প্যানিশ তারকা।
ম্যাচের প্রথম দুই সেটে বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ের ৫০ নম্বরে থাকা তারকাকে জিততে দেননি নাদাল। প্রথম দুই সেটেই ৬-৪ ব্যবধানে জিতে নেন তিনি। ফলে প্রথম দুই সেট জিতে ২-০ ব্যবধানে লিড নেন নাদাল। তাই আর মাত্র একটি সেটে জয়ের দরকার ছিল তার।
কিন্তু তৃতীয় সেটে দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় বেরাংকিস। নাদালের বিপক্ষে এই সেট জিতে নেন ৬-৪ ব্যবধানে। অবশ্য চতুর্থ সেটে গিয়ে আর পেরে উঠেনি বেরাংকিস। ৬-৩ ব্যবধানে এই সেট জিতে তৃতীয় রাউন্ডে পা দেন দ্বিতীয় বাছাই নাদাল।