রমজান আলী রনি
রাত্রি হলে গাছের ডালে
ঝিঁঝিঁ পোকার ডাক
তারই ডাকে মাথা ঘুরে
ব্রেন স্টোক হয় কাক।
সব পোকার দল কানে ধরে
করছে এপাশ ওপাশ
ঝিঁঝি পোকার হলো এ কি
লাগছে উদাস-উদাস।
শব্দ নয়তো কানের বোমা
ফাটলো কানের দোর
চোখ মেলে ঐ চেয়ে দেখি
হঠাৎ হলো ভোর।
ঝিঁঝিঁ ঝিঁঝিঁ শব্দে বাতাস
হলো ভীষণ ভারি
সাক্ষাতকারে লম্বা লাইন
ঝিঁঝি পোকার বাড়ি।