সবার জন্য চলচ্চিত্র, ‘সবার জন্য শিল্প-সংস্কৃতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং ৬৪ জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশব্যাপী একযোগে ২য় বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০১৮ এর শুভ সূচনা হয় গতকাল। এরই অংশ হিসেবে জেলা শিল্পকলা একাডেমি, সিলেট-এর ব্যবস্থাপনায় সিলেটে ৮ দিনব্যাপী এই কর্মসূচির যাত্রা শুরু হয় গতকাল (৮ ডিসেম্বর ২০১৮) সন্ধ্যা ৬:৩০ মিনিটে নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে। সন্ধ্যা ৬:৩০টা থেকে রাত ৮:৩০টা পর্যন্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র কবি স্বামীর মৃত্যুর পর আমার জবান নন্দী, গল্প-সংক্ষেপ, ইতিবৃত্ত কিংবা বাস্তবতার পুররারম্ব, সিজড প্লেজার, এ লিটল রেড কার, পুতুল পুরান, জল ও পানি এবং ভয় প্রদর্শিত হয়। উৎসবের দ্বিতীয় দিনে আজ (৯ ডিসেম্বর ২০১৮) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬ট পর্যন্ত প্রদর্শিত হবে ঘ্রাণ, তৃতীয় সূত্র, এ লং ড্রাইভ, আমারে কেউ চেনেন?, ব্রেইন ড্রেইন ও লাল সবুজের দীপাবলী এবং সন্ধ্যা ৬:৩০টা থেকে রাত ৮:৩০টা পর্যন্ত প্রদর্শিত হবে কমলাপুরান, স্বপ্নের ময়না, এই শহরে, কৃষ্ণকলি ও সহজ মানুষ। এ প্রসঙ্গে জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত জানান যে উৎসবটি চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। উৎসবে মোট ৭০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রদর্শনের পাশাপাশি জাতীয় ভাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য-দুই বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা ও বিশেষ জুরি পুরষ্কার দেওয়া হবে। ৮ দিনব্যাপী এই কর্মসূচির প্রতিদিন বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা এবং সন্ধ্যা ৬:৩০টা থেকে রাত ৮:৩০টা পর্যন্ত প্রদর্শনী চলবে। তিনি সকল চলচ্চিত্র প্রেমি দর্শকদের উৎসবে অংশগ্রহণ ও চলচ্চিত্র সমূহ উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। বিজ্ঞপ্তি