রূপে ভরা দেশ :
চোখ জুড়ানো দেশ-যে আমার
রূপ-যে তাহার অতি ;
হৃদয় ভরা ভালোবাসা
জন্মভূমির প্রতি।
এমন দেশ আর কোথায় রবে
এই পৃথিবীর বুকে ;
নানান রূপে মুগ্ধ হয়ে
থাকছে সবাই সুখে।
সবুজ গাঁয়ে মন ছুটে যায়
সবুজ ভরা ধানে ;
উদাস প্রাণে যাই ছুটে যাই
মিষ্টি সুরের গানে।
মেঘের ভেলা বকের মেলা
স্নিগ্ধ করা নীরে ;
হারিয়ে যাই দূর অজানায়
সাগর-নদীর তীরে।