গিন্নী আমার :
গিন্নী আমার যেমন তেমন
রাঁধে সেতো দারুন,
মাঝে মাঝেই তরকারিতে
দেয় না শুধু তেল নুন।
গিন্নী আমার যেমন তেমন
মুখে অট্টো হাসি,
সদায় করতে ঘাটতি হলে
গলায় পরায় ফাঁসি।
গিন্নী আমার খুবই চালাক
বুদ্ধি ভরা মাথা,
মাঝে মাঝে খায়’রে শুধু
পাটা-নুড়ার যাঁতা।
গিন্নী আমার নদীর মত
আঁখি জলে ভাসে,
বিষম খেলে একটু জোরে
খক-খকিয়ে কাঁশে।
গিন্নী আমার দেখতে কালো
কিন্তু বেজায় লক্ষ্মী,
বুকের মাঝে রাখছি যেন
আঁদুরে এক পক্ষী।