সকল দুর্যোগে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব —মাওলানা হাবিবুর রহমান

11
ইবনেসিনা হাসপাতাল সিলেট লিঃ-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন- হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান।

ইবনেসিনা হাসপাতাল সিলেট লি: এর ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান বলেছেন সকল দুর্যোগে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো মানুষ হিসেবে আমাদের দায়িত্ব। বন্যা দুর্গত সকল এলাকায় ইবনেসিনা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। এই দুর্যোগে জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে। তাই আল্লাহর উপর ভরসা করা উচিত। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এখন জরুরী। বন্যার্তদের সাহায্যে সমাজের বিত্তবানদের পাশাপাশি সামর্থ্য অনুযায়ী প্রবাসীদের এগিয়ে আসা উচিত।
তিনি বুধবার (২৯-০৬-২০২২) সিলেট জেলার সদর, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কালে উপরোক্ত কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের ম্যানেজার (এডমিন) মুহাম্মদ জাকির হোসাইন, ডেপুটি ম্যানেজার (কাস্টমার কেয়ার) মো: নুরুল হক, সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) আজহার উদ্দিন খান, এসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং) মোহাম্মদ মামুন সরকার, এসিস্ট্যান্ট ম্যানেজার (ফার্মেসী) জাহাঙ্গির আলম, কর্পোরেট মার্কেটিং অফিসার দেলোয়ার হোসেন রনি, তরুণ সমাজ কর্মী মাজহারুল ইসলাম মুনিম প্রমুখ। বিজ্ঞপ্তি