স্টাফ রিপোর্টার :
সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ৪১৯ জন হজ¦যাত্রী নিয়ে সিলেটের প্রথম ফ্লাইট ছেড়ে গেছে। গতকাল মঙ্গলবার সকাল সোয়া ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সরাসরি জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগে হজ¦যাত্রীরা ইহরামের কাপড় পরে বিমানে ওঠেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিন্যান্স ডিরেক্টর নওশাদ আহমেদ জানান, সিলেট থেকে এবারের হজে¦র প্রথম ফ্লাইটে যাত্রী ছিলেন ৪১৯ জন। আগামী ৩০ জুন সিলেট থেকে হজে¦র দ্বিতীয় ফ্লাইটটি পরিচালনা করা হবে।
জানা গেছে, বাংলাদেশ থেকে এবারের হজে¦র প্রথম ফ্লাইট সৌদি আরবে যায় গত ৫ জুন। সেদিন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের একটি ফ্লাইটে যাত্রী ছিলেন ৪১০ জন। সিলেট থেকে হজে¦র দুটি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করা হবে। যে ফ্লাইট দুটিতে শুধু হজ¦যাত্রীই থাকবেন। দুটি ফ্লাইটই সিলেট থেকে সরাসরি জেদ্দায় যাবে।