ভয়াবহ বন্যার কবলে আক্রান্ত সিলেটের কোম্পানীগঞ্জ থানার সরকারি ত্রাণ ও পুনর্বাসন আশ্রয় কেন্দ্র হাইটেক পার্কে হাজার হাজার আশ্রয় গ্রহণকারীদের মাঝে ইবনেসিনা হাসপাতাল সিলেট লিমিটেডের মেডিকেল টিম দিনব্যাপি বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছেন। ২৩ জুন ২০২২ইং ইবনেসিনা হাসপাতালের ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমানের নেতৃত্বে উক্ত মেডিকেল টিমের চিকিৎসা সেবা পরিদর্শন করেন।
তিনি অসহায় ও বন্যার্তদের উদ্দেশ্যে বলেন, এই বন্যা নিঃসন্দেহে গরীব-ধনী সকলের জন্য আল্লাহর পরীক্ষা। আমরা কোন অবস্থাতেই যেন আল্লাহকে ভুলে না যাই। সামর্থ্যবানরা তাদের সাধ্যমতো ত্রাণ সাহায্য দিয়ে যেমনি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তেমনি আপনারা ধৈর্য্য ধারণ করেও আল্লাহর এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন। আমরা এ থেকে শিক্ষা নিয়ে আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকবো এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে সচেষ্ট হবো।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের ডাইরেক্টর মেডিকেল সার্ভিসেস কর্ণেল ডাঃ রুকনুল ইসলাম চৌধুরী (অবঃ), চীফ মেডিকেল অফিসার মেজর ডাঃ আব্দুস সালাম চৌধুরী (অবঃ), এজিএম এন্ড হেড অব মার্কেটিং মোহাম্মদ ওবায়দুল হক, সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ জাহাঙ্গীর হোসেন, এসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং) মামুন সরকার ও বদরুল হক প্রমুখ।
উক্ত মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডাঃ মারুফ মোরশেদ, ডাঃ তাহেরা আক্তার চুমকি, ডাঃ দেলোয়ার হোসেন, ডাঃ আরিফসহ ২০ সদস্যের মেডিকেল টিম। বিজ্ঞপ্তি