সিলেটের বন্যাদুর্গত শরিফগঞ্জে ত্রাণ বিতরণ করলো লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল

3
গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়নে বন্যাদুর্গত দু’শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করছেন অনুষ্ঠানে প্রধান অতিথি লায়ন্স জেলা ৩১৫বি-১ এর জেলা গভর্ণর লায়ন শাহেনা রহমান এমজেএফ।

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়নে বন্যাদুর্গত দুই শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করলো বিশ্বের সর্ববৃহৎ সেবা প্রদানকারী আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল।
সোমবার এলসিআইএফ ইমার্জেন্সি গ্রান্ট এর ত্রাণ-সাহায্য বন্যায় ক্ষতিগ্রস্ত এসব পরিবারের সদস্যদের হাতে দেন লায়ন্স জেলা ৩১৫বি-১ এর জেলা গভর্নর লায়ন শাহেনা রহমান এমজেএফ। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- চাউল, ডাল, তৈল, পিঁয়াজ, লবণ, আলু, চিড়া, মুড়ি ও খাবার স্যালাইন।
ত্রাণ বিতরণ পরিচালনা কমিটির চেয়ারম্যান ও আরসি হেড কোয়ার্টার লায়ন হারুন আল-রশিদ দিপু এমজেএফ এর সভাপতিত্বে এবং কমিটির ট্রেজারার ও এডভাইজার টু দি ডিজিস কাউন্সিল লায়ন আমিন উদ্দিন আহমদের পরিচালনায় ত্রান বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ডিষ্ট্রিক্ট গভর্নর ইলেক্ট লায়ন শরিফ আলী খান এমজেএফ, কেবিনেট ট্রেজারার লায়ন মীর কনক, ডিস্ট্রিক্ট জিএমটি কো-অর্ডিনেটর লায়ন আতিকুজ্জামান চৌধুরী ইমন, ত্রাণ কমিটির মেম্বার সেক্রেটারি লায়ন সাজুয়ান আহমদ, এডভাইজার লায়ন শামসুল আলম খান সাজু, কমিটির মেম্বার লায়ন গৌতম লাল দত্ত, লায়ন মনসুর আলম চৌধুরী, আরসি লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু তাহের, কেবিনেট জয়েন্ট সেক্রেটারি লায়ন ফিরুজ আহমদ ও কমিটির মেম্বার মাসুম আহমদ জোয়ার্দার। এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন শরিফগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. কবির উদ্দিন, ইউপি সদস্য আলাউদ্দিন আলাই, দুদু মিয়া বুধু, মঈন উদ্দিন বলাই, সমাজসেবী আব্দুল আজিজ, ডাঃ দেলওয়ার হোসেন শাহীন, আবুল কালাম, সালাউদ্দিন, দুলাল আহমদ ও শিপন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি