গোয়াইনঘাটে পাথর শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে যুব প্রশিক্ষণ কর্মসূচি

11

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
গোয়াইনঘাটে উপজেলা পর্যায়ে পাথর শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে হাঁস, মুরগী পালনের বিষয়ে ৭দিন ব্যাপি অপ্রতিষ্ঠানিক যুব প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়েছে। “দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় গতকাল শনিবার দুপুর ১২ টায় পশ্চিম জাফলং ইউনিয়নের লাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩৫ জন শিক্ষিত বেকার যুবক-যুবতীদের নিয়ে সপ্তাহব্যাপি এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর ধারাবাহিকভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এরকম প্রশিক্ষণ কর্মশালা চলমান থাকবে।
প্রশিক্ষণ শেষে প্রযোজ্যক্ষেত্রে তাদের ৪০, ৫০, ৬০ হাজার টাকার মধ্যে ঋণ প্রদান করা হবে।
গতকাল শনিবার কর্মসূচির উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুস সাকিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহীদ।