শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে পঞ্চমবারের মতো বংশবিস্তার করতে যাচ্ছে একটি অজগর

4

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেনে খাঁচার ভেতর রাখা একটি অজগর সাপ পঞ্চমবারের মতো বংশবিস্তার করতে যাচ্ছে। এর আগে ওই অজগর সাপটি ৪ বার শতাধিক বাচ্ছা দিয়েছে। সেই বাচ্ছা গুলো হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
সোমবার (২৩মে) ৪০টির মতো ডিম দিয়েছে অজগর সাপটি। দেখা গেছে, অজগর সাপটি খাঁচার ভেতর ডিমগুলো জড়িয়ে বেড়িবেধেঁ বসে আছে।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, অজগর সাপটি ৬০দিন এভাবে ডিমগুলোকে জড়িয়ে থেকে তা দিবে। এসময় সাপটি কোনো ধরণের খাবার এবং পানিও খাবে না। ডিম থেকে বাচ্চা ফোটার আগের দিন ডিম ছেড়ে সাপটি সরে যাবে। এর পরদিন থেকে একে একে ডিম থেকে বাচ্ছা ফোটা শুরু হবে। এর পর বাচ্ছাগুলো মোটামুটি পরিপূর্ণ হলে তাদের আবাসস্থলে ফিরিয়ে দেবে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।