সিলেট সদর দপ্তরে র‌্যাব-৯’র সংবাদ সম্মেলন ॥ হবিগঞ্জে শাহজাহান মিয়া হত্যা মামলায় ছোট ৩ ভাই গ্রেফতার

12
হবিগঞ্জে বড় ভাইকে খুনের অভিযোগ আপন ছোট ভাই ও দুই চাচাতো ভাইকে পলাতক অবস্থায় ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জ সদরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শাহজাহান মিয়া (৪০) নামে আপন বড় ভাইকে কুপিয়ে হত্যার দায়েরকৃত মামলায় আপন এক ভাই ও চাচাতো দু’ভাইসহ প্রধান ৩ আসামীকে গ্রেফতার করতে করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)’র সদস্যরা। গত মঙ্গলবার মধ্যরাধে ঢাকার মগবাজার, ঢাকার কামরাঙ্গীরচর ও হবিগঞ্জের বাহুবল এলাকায় পৃথক অভিযান চালিয়ে এই ৩ ভাইকে গ্রেফতার করা হয়।
বুধবার দুপুরে র‌্যাব-৯ সিলেটের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সোমেন মজুমদার।
গ্রেফতারকৃতরা হচ্ছে, হবিগঞ্জ সদর থানার সুখচর গ্রামের মৃত মরম আলীর পুত্র ও নিহতের আপন ছোট ভাই জয়নাল মিয়া (৩২) ও একই বাড়ির আব্দুল কুদ্দুছের পুত্র ও নিহতের চাচাত ভাই বিলাল মিয়া (২৮) ও তার সহোদর আকছির মিয়া (৩২)। গতকাল গ্রেফতারকৃত ৩ জনকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করেছে র‌্যাব।
সংবাদ সম্মেলনে র‌্যাব-৯’র (মিডিয়া অফিসা) সহকারী পুলিশ সুপার সোমেন মজুমদার এ সময় বলেন, গত ৬ মে দুপুর দেড়টার দিকে পূর্ব শক্রতাবশত জয়নাল মিয়া, বিলাল মিয়া ও আকছির মিয়ার নেতৃত্বে ১৫/১৬ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হবিগঞ্জ সদর উপজেলার সুখচর গ্রামের উঠানে শাহজাহান মিয়াকে আক্রমণ করা হয়। এ সময় শাহজাহানকে আসামীরা ধারালো অস্ত্র (ফিকল) দিয়ে পেটে, বুকে ও ডান কাঁধেসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে হামলার শিকার শাহজাহান মিয়া ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও আরো ৩ জন মারাত্মক আহত হন। এসময় আহতদের চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় গত ৮ মে নিহতের স্ত্রী বাদি হয়ে ১৪ জনের নাম উল্লেখ্য করে ও অজ্ঞাতনামা আরো ৫-৬ জনকে আসামি করে হবিগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর মামলার ছায়া তদন্তে নামে র‌্যাব-৯। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি দল গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মগবাজারে অভিযান চালিয়ে মামলার ১নং আসামি জয়নাল মিয়া ও ঢাকা ঢাকার কামরাঙ্গীরচর ও ২নং আসামি বিলাল মিয়াকে গ্রেফতার করে। অপরদিকে, র‌্যাবের আরেকটি দল রাত আড়াইটার দিকে হবিগঞ্জের বাহুবল এলাকায় এলাকায় অভিযান চালিয়ে ৩নং আসামি আকছির মিয়াকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা র‌্যাবের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে জানিয়ে এএসপি সৌমেন মজুমদার বলেন, ঘটনায় ব্যবহৃত আলামত উদ্ধারসহ পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে র‌্যাব। এছাড়া গ্রেফতারকৃত ৩ আসামীকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
গতকাল র‌্যাবের সংবাদ সম্মেলনে সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব ও ইমজার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।