স্টাফ রিপোর্টার :
সিলেট নগরীতে ঘূর্ণিঝড় অশনির প্রভাবে গত সোমবার মধ্যরাত থেকে শুরু হয়েছে টানা ভারিবর্ষণ ও গুঁড়িগুঁড়ি বৃষ্টি। যার প্রভাব পড়েছে মানুষের জনজীবনেও। নগরীর বিভিন্ন যায়গায়র বৃষ্টি উপেক্ষা করে কর্মচাঞ্চল্যতা চোখে পড়ে। আবার কোথাও কোথাও জলাবদ্ধতায় নগরবাসী নাগাল। এছাড়া বেড়ে গেছে সুরমা নদীর পানি।
সিলেটে বৃষ্টি পড়ার কারণে ভোগান্তিতে পড়েছেন নানা শ্রেণিপেশার মানুষ। একটানা বৃষ্টির কারণে বিশেষ করে অফিসগামী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থীরা, ব্যবসায়ী ও খেটে খাওয়া মানুষ পড়েছেন বেকায়দায়। আবার অনেকেই কোনোমতে কাজ শেষ করে ঘরে ফিরছেন।
সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে এ ধরণের বৃষ্টিপাত আরো দু’একদিন থাকতে পারে।