গণতন্ত্র ও গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে সামিল হোন — বাসদ

20

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সদর উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে এক কর্মী সভা সোমবার বিকাল ৫টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বাসদ সিলেট সদর উপজেলার সংগঠক শাহজাহান আহমদের সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য রাখেন, বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর, জুবায়ের আহমদ চৌধুরী সুমন, প্রণব জ্যোতি পাল, সদর উপজেলা কৃষক ফ্রন্ট সাধারণ সম্পাদক রুমন বিশ্বাস, সদর উপজেলা শ্রমিক ফ্রন্ট নেতা ইব্রাহিম মিয়া, ছালিক আহমদ, ছাত্রফ্রন্ট নেতা সঞ্জয় শর্মা, পল্লব সাহা, সনজিৎ শর্মা প্রমুখ।
কর্মী সভায় শাহজাহান আহমদকে সমন্বয়ক করে ৯ সদস্য বিশিষ্ট বাসদ সদর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।
কর্মী সভায় বক্তারা বলেন, মহাজোট সরকারের দুর্নীতি-আর দুঃশাসনে মানুষ আজ দিশেহারা। সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকারসমূহ এখন রুদ্ধ, ভোটাধিকারও কেড়ে নেওয়া হয়েছে। বিরোধী দল ও মতকে দমন করা হচ্ছে। বিগত বিএনপি-জামায়াত-সরকারের ধারাবাহিকতায় টেন্ডারবাজি, দলীয়করণ, জবরদখল, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সীমাহীন লুটপাট ও অর্থ পাচারকে সাধারণ নিয়মে পরিণত করা হয়েছে। চাল সহ দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, গ্যাস, বিদ্যুৎ পানি, গাড়ি ভাড়া, চিকিৎসা সহ জীবনযাত্রায় ব্যয় বৃদ্ধি, বন্যায় দুর্ভোগ-ফসলহানি মানুষের জীবন ও জীবিকাকে দুর্বিষহ করে তুলছে। বক্তারা গণতন্ত্র ও গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। কর্মী সভা শেষে একটি মিছিল বের হয়। বিজ্ঞপ্তি