ঈদের ছুটিতে সড়কে প্রাণ গেল নারী শিশুসহ ৫০ জনের

8

কাজিরবাজার ডেস্ক :
ঈদের লম্বা ছুটিতে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত ৫০ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। হতাহতদের মধ্যে নারী, শিশু, রাজনৈতিক নেতা, স্কুলছাত্র ও কিশোর রয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে গাজীপুর ও রংপুরে পাঁচজন করে, বাগেরহাট, মাদারীপুর ও বরিশালে চারজন করে রয়েছেন। এছাড়া নীলফামারী, সিরাজগঞ্জ ও পঞ্চগড়ে তিনজন করে এবং মান্দা, মীরসরাই, ঝালকাঠি, টাঙ্গাইল, কুষ্টিয়া, আড়াইহাজার ও ঈশ্বরদীতে দুইজন করে এবং সুজানগর, দেবীগঞ্জ, মুকসুদপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, চকরিয়া, গাইবান্ধা ও মধুপুরে একজন করে নিহত হয়েছেন। আহতদের মধ্যে বহু মানুষের অবস্থা আশঙ্কাজনক। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। গাজীপুরের কালিয়াকৈরে ঈদের দিন এনা পরিবহনের বাসের ধাক্কায় সিএনজি চালিত চালকসহ অটোরিক্সার ৫জন আরোহী নিহত ও অপর একজন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজার ফ্লাইওভারের পূর্ব প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে।
নিহতরা হলেন- পাবনার ঈশ্বরদী থানার মুলাডুলি মধ্যপাড়া এলাকার নাজিম উদ্দিনের ছেলে মেহেদী হাসান রনি (২৪), কুড়িগ্রামের উলিপুর থানার সাদুল্লাপুর হাজীপাড়া এলাকার মৃত আলতাফ হোসেনের স্ত্রী রেনু বেগম (৫০), গাজীপুর সদর থানার দক্ষিণ সালনা এলাকার রমিজ উদ্দিনের ছেলে মোঃ হোসেন (৪৫), জামালপুরের দেওয়ানগঞ্জ থানার সানন্দবাড়ি এলাকার খোকা মিয়ার মেয়ে (মেহেদী হাসানের স্ত্রী) সাথী বেগম (২১) এবং কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানার পশ্চিম বোড হাট এলাকার মোতালেব হোসেনের ছেলে জাকির হোসেন (২৮)।
রংপুর : জেলা সদরের পাগলাপীরে মাইক্রোবাসের সঙ্গে থ্রি-হুইলার মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন। বুধবার রাতে সদর উপজেলার পাগলাপীর সলেয়াশা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রংপুর সদর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন। নিহত ৫ জনের মধ্যে চারজন হলেন, তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি খাড়ুয়াবাধা গ্রামের আমজাদ হোসেন (৫০), দোহাজারী ছুটহাজীপুর গ্রামের মাহিন্দ্রচালক ছেয়াদুল ইসলাম (৩৭) ও গঙ্গাচড়ার বেতগাড়ি গ্রামের জাহাঙ্গীর আলম (৪৫) ও তার স্ত্রী নাজমা বেগম (৩৫)। অন্য একজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি। নিহতদের মরদেহ তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, নিহতদের মধ্যে দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
বাগেরহাট : ঈদের ছুটিতে জেলায় গত ৪ দিনে ৪ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। এরমধ্যে গত রবিবার বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় কমফোর্ট লাইনের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। নিহতদের মধ্যে মায়ের কোলে থাকা ১০ মাস বয়সী শিশু আয়ান শেখ ও দুই গাড়ির চালক রয়েছে। আয়ান শেখ টাঙ্গাইল জেলার মাসুদ শেখের ছেলে। তার বাবা-মা গুরুতর আহত হয়েছেন। নিহত দুই চালক হলেন, বাগেরহাট শহরের খারদ্বার এলাকার রুস্তম হাওলাদারের ছেলে ট্রাকচালক জালাল হাওলাদার (৩৫) এবং ফরিদপুর জেলার আলফাডাঙ্গা এলাকার শুকুর আলীর ছেলে বাসচালক আব্দুল্লাহ (৪০)। সোমবার দুপুরে শরণখোলার রাজাপুরে গাছবোঝাই নছিমন উল্টে রফিকুল ইসলাম (৩০) নামে এক শ্রমিক নিহত হয়। এ সময় দক্ষিণ রাজাপুর গ্রামের হারেজ শরীফের ছেলে মামুন শরীফ (৩০) ও উত্তর রাজাপুর গ্রামের তুজম্বার গাজীর ছেলে লাভলু গাজী (৪০) গুরুতর আহত হয়েছেন। নিহত রফিকুল পহলানবাড়ি এলাকায় নূরু শাহর ছেলে।
মাদারীপুর : পৃথক সড়ক দুর্ঘটনায় মাদারীপুরে ভ্যানগাড়ির চালক ও মোটরসাইকেল আরোহী এসএসসি পরীক্ষার্থীসহ ৪জন নিহত হয়েছে। বুধবার রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরে উপজেলার মোল্লাকান্দি বটতলা ও মঙ্গলবার সকাল ১১টায় টেকেরহাট শিমুলতলা নামক স্থানে এ মর্মান্তিক দুটি দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো রাজৈর উপজেলার আমগ্রাম তেলিকান্দি গ্রামের শাহজালাল মাতুব্বরের ছেলে ভ্যানচালক নুর নবী (২৮), ভ্যানযাত্রী নরারকান্দি গ্রামের সাজিন শেখের ছেলে আমির শেখ (৩৫) ও দুর্গাবদ্দী গ্রামের মজিদ তপাদারের ছেলে প্রান্ত তপাদার (২৫) এবং মোটরসাইকেল আরোহী এসএসসি পরীক্ষার্থী রোমান মিনা একই উপজেলার তাঁতিকান্দা গ্রামের নান্নু মিনার ছেলে।
সিরাজগঞ্জ : ঈদের ছুটিতে সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ ৫ জন নিহত হয়েছে। তাড়াশে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর সময় মঙ্গলবার পৃথক দুর্ঘটনায় ৩জন নিহত ও কামারখন্দ এবং চৌহালীতে ইজিবাইক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। তাড়াশে নিহতদের মধ্যে উপজেলার তালম ইউনিয়নের বড়ইচড়া গ্রামের আববুক্কারের ছেলে মেহেদী হাসান (১৭), একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে রাকিব হোসেন (১৭) ও মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রামের মোজাহার হোসেনের ছেলে শাকিল আহমেদ (১৪)।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঈদের আনন্দ করার জন্য ৩জন আরোহী করে মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে চালানোর সময় তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেরখালী নামক এলাকায় অন্য একটি গাড়ি সাইড দিতে গিয়ে তাল গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই উপজেলার তালম ইউনিয়নের বড়ইচড়া গ্রামের আববুক্কারের ছেলে মেহেদী হাসান (১৭) নিহত হয় ও অন্য দুই বন্ধু রাকিব হোসেন (১৭), রনি আহমেদ (১৬), আহত হয়। পরে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাকিব হোসেন মারা যান।
বিকেল সাড়ে ৫টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নাননগর এলাকায় ৯নং ব্রিজের কাছে মোটরসাইকেলের ধাক্কা লেগে মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রামের মোজাহার হোসেনের ছেলে শাকিল আহমেদ (১৪) নিহত হয়।
পঞ্চগড় : সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আবু বক্কর সিদ্দিক (১৬), শিশির (১৮), নতুন ইসলাম (১৮) নামে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার বিকেলে জেলার সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের মডেলহাট- পুকুরীডাঙ্গা পাকা সড়কের পখুরীডাঙ্গা বালুঘাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নওগাঁ : মান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। দুর্ঘটনায় নিহতরা হলেন, নওগাঁর নিয়ামতপুর উপজেলার কুমিরজৌল গ্রামের সাইফুল ইসলামের ছেলে তোতা (২১) ও মান্দা উপজেলার দুর্গাপুর (নলকুড়ি) গ্রামের বয়েন উদ্দিন (৫৫)।
ঝালকাঠি : নলছিটি উপজেলায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে আলফা (থ্রি হুইলার) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটির আরেক আরোহী আহত হয়েছেন। তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
টাঙ্গাইল : ধনবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের খুঁটির সঙ্গে ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ১ জন আহত হয়েছেন। ঈদের দিন মঙ্গলবার বিকেলে উপজেলার রুপশান্তি কুচামারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার যদুনাথপুর ইউনিয়নের হরিপুর গ্রামের আলামিন (১৬) এবং রিপন (১৬)। আহতের নাম আমিনুল ইসলাম (১৪)।
ঈশ্বরদী : ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী ও ট্রাক হেলপারের মৃত্য হয়েছে। নিহত মোটরসাইকেল আরোহী উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী গ্রামের সুজন আলীর ছেলে মেহেদী হাসান বিজয়। অপর নিহত ব্যক্তি ট্রাকের হেলপারের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
কুষ্টিয়া : জেলায় সড়ক দূর্ঘটনায় দুই সহোদর নিহত হয়েছেন। বুধবার ঈদের পরদিন দুপুর ২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পিকআপ ভ্যানের চাপায় থ্রি হুইলারের যাত্রী ওই দুই ভাই ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা হলেন, ফিরোজ মন্ডল (৪৫) ও মাদ্রাসা ছাত্র সামিরুল (১০)। তারা পার্শ¦বর্তী পাংশা উপজেলার কলিমহর গ্রামের কৃষক রেজাউল ইসলামের ছেলে।