বিভিন্ন মহলের ঈদ শুভেচ্ছা

10

মহানগর জামায়াত : এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ।
এক শুভেচ্ছা বার্র্তায় জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এক মাস সিয়াম সাধনা শেষে পবিত্র ঈদুল ফিতর আমাদের দ্বারে সমাগত। খুশির সওগাত নিয়ে ঈদুল ফিতর হলো একমাস সিয়াম সাধনার সমাপনী অনুষ্ঠান। পবিত্র রমজান মাসেই নাযিল হয়েছে মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল-কুরআন। রমজানের দাবি হলো তাকওয়াবান সুনাগরিক তৈরী ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণ।
নেতৃবৃন্দ বলেন, করোনা মহামারী পরবর্তী সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের খেটে খাওয়া কর্মহীন মানুষের জীবন আজ দুর্বিষহ। এমতাবস্থায় শ্রমজীবী মানুষের জন্য পরিপূর্ণভাবে ঈদুল ফিতর উদযাপন কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবুও মাহে রামাদ্বানের শিক্ষায় উদ্ধুদ্ধ হয়ে অসহায় দরিদ্র মানুষকে ঈদ আনন্দে শামিল করতে হবে। আনন্দ ভাগাভাগি করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।
জেলা বিএনপি : সিলেটসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক জানিয়েছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ। একই সাথে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করার জন্য দলীয় নেতাকর্মী ও দেশপ্রেমিক জনতার আহ্বান জানান তারা।
এক বিবৃতিতে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসছে পবিত্র ঈদুল ফিতর। মাহে রমজান মানুষকে আত্মশুদ্ধির শিক্ষা দিয়ে থাকে। রাজনৈতিক প্রতিহিংসার বিচারে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অসুস্থ রেখে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীর ঈদের আনন্দ কিছুটা হলেও ম্লান হয়েছে। শুধু তাই নয়, বিগত সময়ে করোনা মহামারীর কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত দেশের অধিকাংশ পরিবারে নেই ঈদের আমেজ। তবুও ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশী। পবিত্র ঈদুল ফিতর সবার মনে অনাবিল সুখ আর আনন্দে ভরে তুলুক এই প্রত্যাশা করছি। ঈদুল ফিতর থেকে শিক্ষা নিয়ে সমাজের অসহায় মানুষের দিকে সহযোগিতার হাত প্রসারিত করার জন্য সামর্থবানদের প্রতি আহ্বান জানান তারা।
সিলেট চেম্বার : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের সর্বস্তরের ব্যবসায়ী সমাজ ও জনসাধারণকে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট চেম্বারের সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক তাহমিন আহমদ। শুভেচ্ছা বার্তায় তিনি সিলেট তথা বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণ ও সমগ্র মুসলিম উম্মাহ্র সুখ ও সমৃদ্ধি কামনা করেন। তিনি পবিত্র ঈদ-কে সামনে রেখে ব্যবসায়ী ও ক্রেতাসাধারণের জান-মালের নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট সকল বিভাগের প্রতি আহবান জানান। এছাড়াও তিনি সকল ব্যবসায়ী ও জনসাধারণকে প্রশাসন কর্তৃক প্রদানকৃত নির্দেশনা সমূহ যথাযথভাবে মেনে চলার অনুরোধ জানান।
ড. এনামুল হক চৌধুরী : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটসহ দেশবাসীকে শুভেচ্ছা ঈদ মোবারক জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী। একই সাথে অসুস্থ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর দোয়া চেয়েছেন তিনি।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর হচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। এক মাস রোযা রেখে সিয়াম পালন মানুষকে আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে মুত্তাকি হিসেবে গড়ে তুলে। এর আলোকে নিজেকে পরিচালিত করার দীপ্ত শপথ নিতে হবে। দ্রব্যমূল্যের সীমাহিন ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের ঈদ উদযাপন কঠিন হয়ে পড়েছে। এই সময়ে স্ব স্ব অবস্থান থেকে অসহায় ও দরিদ্র মানুষের কল্যানে সামর্থবানদের এগিয়ে আসা উচিত। সবার ঈদ আনন্দে দরিদ্র মানুষগুলোকে শামিল করুন। আমরা এমন সময় ঈদুল ফিতর উদযাপন করছি যখন আমাদের মায়ের মতো নেত্রী অসুস্থ হয়ে গৃহবন্দী অবস্থায় আছেন। তবুও ঈদ মহান রবের পক্ষ থেকে বিশেষ রহমত। ঈদুল ফিতর মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয়ভাবে ঐক্যের বন্ধন শক্তিশালী করে। জীবনের প্রতিটি দিনই হোক ঈদের মতো আনন্দময় এই কামনায় সবাইকে ঈদ মোবারক। বিজ্ঞপ্তি