স্টাফ রিপোর্টার :
সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. জয়নাল আবেদীন। গতকাল বুধবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. তানভীর আজম সিদ্দিকী এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই দায়িত্ব প্রদান করেন।
জয়নাল আবেদীন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া মাঝপাড়া গ্রামের মো. আব্দুল বাছিরের পুত্র। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। এর আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বে পালন করেন তিনি। এছাড়াও তিনি ছিলেন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১। গত ১৭ এপ্রিল সিলেটসহ দেশের ৬১ জেলা পরিষদের মেয়াদোত্তীর্ণ হওয়ায় পরিষদগুলো বিলুপ্ত করে সরকার। এসব জেলা পরিষদে প্রশাসক নিয়োগের আগ পর্যন্ত প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনা করেন পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।
উল্লেখ্য, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক গণপরিষদ সদস্য এডভোকেট লুৎফুর রহমান গত বছরের ২ সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যুর ২ সপ্তাহ পর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান জয়নাল আবেদীন।