বৈশাখী মেলা :
বৈশাখ মাসের গাঁয়ের মেলা
বটের তলে বসে,
খোকা খুকি বিভোর হয়ে
কাঁটায় আগের রাতে।
কত স্বপ্ন ঘোরে ফেরে
খোকা খুকির মাথায়,
কখন যাবে মাকে নিয়ে
বৈশাখের ঐ মেলায়।
কেউ কিনবে খেলনা বন্দুক
কেউ নেবে বল,
আবার কেউ আলতা ফিতা
দল বেঁধে চল ।
খোকা খাবে মনখুশি আর
কেউবা জিলিপি,
নাগরদোলায় চড়ে খুকি
ছেড়ে দে কেঁদে বাঁচি।