আশরাফ আলী চারু
বোশেখ এলেই মনে পড়ে
ছাইতেন তলার সেই মেলা
মেলার ছোঁয়া স্মৃতির ছোঁয়া
শৈশবেরই সেই বেলা।
আহারে কি মামার আদর
মেলায় ঘুরার সব স্মৃতি
আজও মনে সবই জমা
হৃদয় জুড়ে সব প্রীতি।
আবার যদি হতাম আমি
সেই বয়সের সেই খোকা
মামার আদর বেশি নিতাম
আরও বেশি এক থোকা।