১৫ আগষ্ট শুধু শোক দিবস নয়, শক্তি সঞ্চয়েরও দিন – অধ্যাপক জাকির হোসেন

35
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনায় বক্তব্য রাখছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন, আগষ্ট বাঙালি জাতির নিকট বেদনাদায়ক একটি মাস। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ইতিহাসে নির্মমতার এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত। ১৯৭৫ সালের এই দিনে মানবসভ্যতার ইতিহাসে সবেচেয়ে নিকৃষ্ট ও ঘৃণ্যতম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। বুলেটের আঘাতে স্তব্ধ করে দেওয়া হয় বাঙালির অধিকার প্রতিষ্ঠা ও মুক্তি সংগ্রামের দ্ব্যর্থহীন বজ্রকণ্ঠ। দেশের বাইরে অবস্থান করার কারণে সেদিন প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুইকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা।
অধ্যাপক জাকির হোসেন বলেন, ঘাতকেরা এদিন শুধু জাতির পিতা বঙ্গবন্ধুকেই সপরিবারে হত্যা করেনি, হত্যা করেছিল বাঙালি জাতির মহান মুক্তিযুদ্ধের চেতনা, অগ্রযাত্রা, সমৃদ্ধি ও সুন্দর আগামীর স্বপ্ন। স্বাধীনতা প্রাপ্তির মাত্র ৩ বছর ৭ মাসের মাথায় দেশি ও বিদেশি চক্রান্তের মাধ্যমে ঘাতকরা বাঙালি জাতির কপালে কলঙ্কের তিলক পরিয়ে দেয়। তিনি মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া পালিয়ে থাকা আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে ফেরত এনে রায় কার্যকরের দাবি জানান।
শুক্রবার (১৩ আগষ্ট) বিকালে সিলেট নগরীর ফনিটুলাস্থ ৮ নং ওয়ার্ড মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম এর সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের সদস্য সুদীপ দেব’র পরিচালনায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জগদীশ চন্দ্র দাস, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশা, মহানগর মুক্তিযোদ্ধা শাখার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভভোতোষ রায় বর্মন,সাব্বির খান শ্রমিক নেতা মকবুল হোসেন খান, যুবলীগ নেতা হযরত আলী চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা এম, এ হান্নান, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা, সন্তোষ দেব, ফখরুদ্দীন, নারায়ণ ঘোষ, নিপেন্দ্র কুমার দেব নিপু, মহানগর যুবলীগ নেতা ফয়সল কাদির পাওয়েল, শীতল ঘোষ, ফেরদৌস আহমেদ, ৮ নং ওয়ার্ড কৃষক লীগ নেতা মোঃ আতিকুল ইসলাম, বাবুল আহমেদ, অশিত পাল, রিংকু বাবু, গোপাল ঘোষ ও ছাত্রলীগ নেতা নিতিশ রঞ্জন দাস অপু প্রমুখ। বিজ্ঞপ্তি