আধ্যাত্মিক নগরীর মর্যাদা রক্ষায় সকলের সহযোগিতা চাই – মেয়র আরিফুল হক চৌধুরী

64

arif1-yসিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটকে বাংলার আধ্যাত্মিক রাজধানী বলা হয়। মহান দরবেশ হযরত শাহজালাল (রহ.) সহ অসংখ্য পীর আউলিয়ার স্মৃতি বিজড়িত এই সিলেটে ভারত বিখ্যাত আলেম আল্লামা সৈয়দ হোসাইন আহমদ মাদানী দীর্ঘ দিন ইসলাম প্রচার করেগেছেন। তাদের প্রতি আমাদেরকে শ্রদ্ধা রাখতে হবে। মূলত এসব পীর আউলিয়াদের গুণেই আমাদের সিলেটকে মানুষ শ্রদ্ধা-ভক্তি করে। তাই এই আধ্যাত্মিক নগরীর মর্যাদা, সম্মান রক্ষায় আমি সকলের সহযোগিতা চাই। সিলেটের উন্নয়নে দলমতনির্বিশেষে সকলের এগিযে আসা উচিত।
মেয়র আরিফ বলেন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নয়াসড়ক মসজিদ পুন:নির্মাণ এবং আওলাদে রাসুল সৈয়দ হোসাইন আহমদ মাদানীর স্মৃতি ধরে রাখতে নয়াসড়ক রাস্তার মোড়ে মাদানী তোরণ নির্মাণের উদ্যোগে নেওয়া হয়েছে। আমি সাধ্যমতো মসজিদ-মাদরাসার উন্নয়নে কাজ করার চেষ্টা করছি।
রবিবার সিলেট নগরীর রাযনগরস্থ জামেয়া দারুল উলুম সিলেট এর আল-ফাতাহ ছাত্র সংসদ এর উদ্যোগে বাজেট উত্তর সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জামেয়ার মুহতামিম  মাওলানা আব্দুল মালিক চৌধুরী’র সভাপতিত্বে ও জামেয়ার শিক্ষা সচিব মাওলানা এম বেলাল আহমদ চৌধুরী পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,  জামিয়া আমিনিয়া মংলিপার মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, সিলেট রিপোর্ট সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, জামিয়া নাজাতুল উম্মাহর পরিচালক মাওলানা তোফায়েল আহমদ উসমানী, জামিয়ার সাবেক শিক্ষক, মাওলানা হাসান আহমদ, খালিদ বিন ওয়ালিদ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবুবকর সিদ্দীক সরকার। ইসলামী সংগীত পরিবেশন করেন জাগরণের পরিচালক হাফিজ মাওলানা আব্দুল করিম দিলদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,  জামেয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা সৈয়দ শোয়াইব আহমদ, শিক্ষক হাফিজ মাওঃ খলিলুল্লাহ, আল-ফাতাহ ছাত্র সংসদের সভাপতি হাফিজ মাওলানা আব্দুল হাই, হাফিজ মাওঃ সামসুজ্জামান হাফিজ মাওঃ হাফিজুল ইসলাম লস্কর, মুফতি জুনাইদ আহমদ, মাওলানা সালমান আহমদ আফতাবী, মাওলানা সদরুল আমিন চৌধুরী, মাস্টার জহিরুল ইসলাম চৌধুরী আলবাব, হাফিজ ইবরাহীম খলিল, হাফিজ ইয়াহইয়া মন্জুর, হাফিজ আব্দুল্লাহ মাহফুজ, হাফিজ খলিলুর রহমান, হাফিজ বুরহান উদ্দীন ,হাফিজ ফয়সল আহমদ জয়নুদ্দীন, ইউসুফ আল আজাদ, আমিনুল ইসলাম, জাকারীয়া সারওয়ার। বিজ্ঞপ্তি