বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও সাবেক সফল সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলীর সন্ধান চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে সিলেট জেলা বিএনপি। রবিবার দুপুরে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে এই স্মারকলিপি দেয়া হয়। স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। এদিকে একই সময়ে জেলার আওতাধীন সকল উপজেলা ও পৌর কমিটির উদ্যোগে স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। জননেতা এম ইলিয়াস আলী গুম হওয়ার ১০ বছর অতিবাহিত হওয়ায় তাঁর সন্ধান চেয়ে কর্মসুচী ঘোষনা করে সিলেট জেলা বিএনপি। এরই অংশ হিসেবে স্মারকলিপি দেয়া হয়েছে।
স্মারকলিপিতে সিলেটের কোটি জনতার হৃদয়ের স্পন্দন জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও ইলিয়াস আলীর গাড়ি চালক আনসার আলী সহ গুমকৃত সকল নেতাকর্মীকে ফিরিয়ে দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানানো হয়।
স্মারকলিপিতে বলা হয়, আজ থেকে ১০ বছর পূর্বে এমন দিনে ঢাকার বনানী থেকে গাড়ী চালক সহ গুম হন বিএনপির তৎকালিন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা সভাপতি ও সাবেক এমপি সিলেটের কোটি জনতার হৃদয়ের স্পন্দন জননেতা এম ইলিয়াস আলী। ১০ বছর পেরিয়ে গেলেও সরকার আজ পর্যন্ত তাদের সন্ধান দিতে ব্যর্থ হয়েছে। অথচ গুম হওয়ার পর সরকার প্রধান থেকে শুরু করে সরকারের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার প্রতিশ্রতি দিলেও সিলেটের গুমকৃত কারো সন্ধান দিতে পারেনি। একজন নাগরিকের গুম হওয়ার দায় সরকার এড়াতে পারেনা। তাই জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলীকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানাচ্ছি।
স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, জেলার সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল গাফফার, বিএনপি নেতা এডভোকেট আশিক উদ্দিন, জেলার সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, সাবেক সহ-সভাপতি আলহাজ¦ শেখ মকন মিয়া চেয়ারম্যান, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এ টি এম ফয়েজ, জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল ও সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন ও জেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ প্রমুখ।
স্বেচ্ছাসেবক দল ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ : বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি এম. ইলিয়াস আলী ও গাড়ি চালক আনছার আলী সন্ধানের দাবিতে রবিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও ইলিয়াস মুক্তি যুব-ছাত্র সংগ্রাম পরিষদ।
মানবন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল। সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম লোকমানের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ল’ কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল। মানববন্ধনে বক্তব্য রাখেন ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহবায়ক ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ মকন মিয়া চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মইনুল হক, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, সিলেট জেলা যুবদলের ভাররবিাপ্ত আহবায়ক এড. মুমিনুল ইসলাম মুমিন, সিলেট সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন, মহানগর বিএনপির সাবেক সদস্য কামাল হাসান জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু আহমদ আনছারী, সৈয়দ সরওয়ার রেজা, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য এমদাদুল হক স্বপন, সিলেট জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পলিনা রহমান, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর আলী, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালিক মল্লিক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আশরাফ উদ্দিন রাজিব, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আলী আহসান হাবিব, জহিরুল ইসলাম আলাল, বিশ^নাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, ২৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়াছিন হোসাইন জয়, ৭নং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লায়েক আহমদ, ২২নং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ আহমদ অনিক।
মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর স্বেছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল কালাম সাহেদ, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুনিম, সৈয়দ সহিদ হোসেন সাবু, দুলাল আহমদ, সালেহ আহমদ, সৈয়দ আব্দুল মনাফ, রুবেল বক্স, আব্দুল আমিন, জামাল আহমদ, ঝলক আর্চায্য, কৃষ্ণ ঘোষ, বিয়ানীবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরওয়ার হোসেন সুমন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন, গুম পরিবারে সদস্য গুম হওয়া জুনেদ আহমদের ছোট ভাই মঈন উদ্দিন মঈনুল, বিএনপি নেতা আঙ্গুর আলম, যুবদল নেতা নাদিম হোসেন, স্বেচ্ছাসেবক দলের উপজেলা ও ওয়ার্ড আহবায়ক যুগ্ম আহবায়কবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, আলা উদ্দিন মনাই, হোসেন আহমদ তালুকদার, সুলতান বক্স মনসুর, তানিমুল ইসলাম তানিম, আব্দুস সালাম, আব্দুল মুকিত মুকুল, নুরেছ আলী, ফয়সল আহমদ চৌধুরী, তারেক আহমদ তাজ, তারেক মনোয়ার, শামীম আহমদ, হোসাইন আহমদ, হারুন আহমদ, জুবায়ের আহমদ, আব্দুল আহাদ, বাবুল আহমদ, এস কে আলাল, শেখ শফিকুল ইসলাম, মাসুম আহমদ, সুলতান আহমদ।
সিলেট জেলা বিএনপি : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও সাবেক সফল সংসদ সদস্য জননতো এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট জেলা বিএনপি। রবিবার বাদ জোহর নগরীর দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জননেতা এম ইলিয়াস আলী গুম হওয়ার ১০ বছর অতিবাহিত হওয়ায় তাঁর সন্ধান কামনায় কর্মসুচী ঘোষনা করে সিলেট জেলা বিএনপি। ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে বেলা ১২টায় ইলিয়াস আলী সহ গুমকৃতদের সন্ধান চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
মাহফিলে সিলেটের কোটি জনতার হৃদয়ের স্পন্দন জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও ইলিয়াস আলীর গাড়ি চালক আনসার আলী সহ গুমকৃত সকল নেতাকর্মীর সন্ধান কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও মাহফিলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাহার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ-জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। মাহফিলে জেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, জেলার সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল গাফফার, সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, বিএনপি নেতা এডভোকেট আশিক উদ্দিন, সাবেক সহ-সভাপতি আলহাজ¦ শেখ মকন মিয়া চেয়ারম্যান, জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, জেলা আইনজীবী সমিতিরি সাবেক সভাপতি এডভোকেট এ টি এম ফয়েজ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, জেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপি নেতা হাজী শাহাব উদ্দিন, সাহাব উদ্দিন, আবুল কাশেম, ওসমান গণি, এ কে এম তারেক কালাম, কামরুল হাসান শাহীন, এডভোকেট মুজিবুর রহমান মুজিব, তাজরুল ইসলাম তাজুল, মঈনুল হক, আলী আকবর, আজিজুর রহমান, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট মুমিনুল ইসলাম মুনিম, যুবদল নেতা আনোয়ার হোসেন মানিক, বিএনপি নেতা সৈয়দ রেজাউল করিম আলো, যুবদল নেতা এডভোকেট সাঈদ আহমদ, বিএনপি নেতা এডভোকেট আল আসলাম মুমিন, শাকিল মোর্শেদ, আ ফ ম কামাল, কামাল হাসান জুয়েল, জেলা শ্রমিক দলের সভাপতি সুরমান আলী, জেলা মহিলা দলের সভানেত্রী সালেহা কবির শেপি, বিএনপি নেতা এডভোকেট আবু তাহের, অর্জুন ঘোষ, এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি, দিদার ইবনে তাহের লস্কর, সোহেল ইবনে রাজা, এডভোকেট বুরহান উদ্দিন খন্দকার, বিএনপি নেতা আকবর আলী, আলাউদ্দিন রিপন, ইসলাম উদ্দিন, জয়নাল আবেদীন রানু, নুরুল আমীন দুলু, এইচ এম খলিল, সামছুর রহমান শামীম, মাসুম ইবনে রাজ্জাক রাসেল, আমিনুল হক সিফতা, মাহবুব আলম, মুহিবুর রহমান মুহিব, মিফতাউল কবির মিফতা, এডভোকেট বোরহান উদ্দিন, এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, জুবায়ের খান বাবলা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান, মহানগর সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, সাবেক ছাত্রদল নেতা নজরুল ইসলাম, নাজিম উদ্দিন পান্না, আফছর খান, আব্দুল মজিদ, খবির আহমদ নুনু, জিয়াউল হক জিয়া, সাজ্জাদুর রহমান লুলু, আব্দুল খালিক, কামরুজ্জামান দীপু, লিপু গণি, হাসান মঈনুদ্দিন মঈনুল, আঙ্গুর আলম, ছাত্রদল নেতা তানিমুল ইসলাম তানিম, সুমেল আহমদ চৌধুরী, মিজানুর রহমান পাবেল, মাজেদ খান, সাঈদুর রহমান, মিনহাজ খান, সৈয়দ মাহতাব, মুহিবুর রহমান লিটন, আমির উদ্দিন, সৈয়দ তায়েফ, জাবের উদ্দিন, আবুল হুসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, রুবেল আহমদ, মুকিত তুহিন, হাবিবুর রহমান ও রেজাউল আমিন প্রমুখ।
সিলেট মহানগর বিএনপি : দেশে গুম হওয়া মানুষের স্বজনদের নীরব কান্না শোনার যেন কেউ নেই। হারিয়ে যাওয়া মানুষগুলোর স্বজনরা জানতেও পারেননি তারা জীবিত নাকি মৃত। বুকভরা বেদনা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষায় আছেন নিখোঁজ ব্যাক্তিদের স্বজনরা। ১০ বছর যাবত সিলেটের গুম হওয়া চার ব্যক্তির পরিবারের সদস্যদের নিয়ে রবিবার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজা মিলনায়তনে সিলেট মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় অংশ নিয়ে স্বজনহারা পরিবারের সদস্য ও নগর বিএনপির নেতৃবৃন্দ এসব কথা বলেন।
সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মিফতাহ সিদ্দিকীর সঞ্চালনায় ব্যাতিক্রমী এ প্রতিবাদ সভায় অংশ নিয়ে নেতৃবৃন্দ আরো বলেন, মা-বাবা, ভাইবোন, সন্তান, কারো স্ত্রী তাকিয়ে থাকেন দরজার দিকে। হয়তো কখনো কেউ ফিরে এসে দরজার ওপার থেকে ডাক দেবে প্রিয় নাম ধরে। অপেক্ষায় রাত পেরিয়ে ভোর হয়, ফিরে না প্রিয়জন। পরিবারের স্বপ্ন ছিল যাকে ঘিরে, সেই মানুষটিই গুম হয়ে গেছে। সিলেটের সিংহ পুরুষ বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর বিশ্বস্থ সহচর ও গাড়ি চালক আনছার আলীর স্ত্রী মুক্তা বেগম অনুষ্ঠানস্থলেই কান্নায় ভেঙ্গে পড়েন। আবেগতাড়িত হওয়ায় বক্তব্য দিতে পারেননি তিনি। সাবেক ছাত্রদল নেতা জুনেদ আহমদের বোন তানজিনা খানম আজো তার ভাইয়ের সন্ধান দাবি করে বলেন, আমাদের ভাইয়ের স্থানে আপনারা নিজেদের দাঁড় করিয়ে উপলব্দি করলেই বুঝতে পারবেন কিভাবে কাটছে স্বজনহারাদের প্রতিটি মুহূর্ত। আমাদের মত গুম হওয়া পরিবারের সময় কাটছে কত কষ্ট আর যন্ত্রণায়।
গুম হওয়া ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের পিতা ডাঃ মঈন উদ্দিন আহমদ মনের ভেতরে জমানো দীর্ঘ ১০ বছরের ক্ষোভ প্রকাশ করতে গিয়ে বলেন, দুঃখ কার কাছে বলবো। দুঃখ বলার জায়গা নেই। মনের ভেতর শুধু বোবা কান্না। নিজের ছেলে গুম হওয়ার পর সকল তথ্য সংগ্রহ করে একটি দলিল প্রস্তুত করে রাখেন তিনি। সেই দলিল অনুষ্টানস্থলে উপস্থাপন কওে বলেন, সিলেটের গুম হওয়া সকল ব্যাক্তির এভাবে একটি দলিল প্রস্তুত রাখা প্রয়োজন। এ জন্য সিলেট বিএনপি নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন ডাঃ মঈন উদ্দিন। সভাপতির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, সারা দেশে হুম হওয়া মানুষগুলোর পরিবারের সদস্যদের প্রশ্ন কোথায় আছেন তাদের প্রিয় মানুষটি। অক্ষত অবস্থায় ফেরত দেয়া হউক তাদেরকে। এছাড়া দেশে ফ্যাসিবাদী সরকারের লোকজন ক্রসফায়ার, বন্দুকযুদ্ধ, গুম, পুলিশের হেফাজতে মৃত্যুসহ নানারকম বিচার বহির্ভুত হত্যাকান্ড ঘটাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী বলেন, গুম খুণের কথা যাতে কেউ বলতে না পাওে সেজন্য বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রাখা হয়েছে এবং জিয়া পরিবারের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চলছে। ব্যতিক্রমী এ প্রতিবাদ সভায় গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তবে ঢাকায় আরেকটি অনুষ্ঠান থাকায় সভায় উপস্থিত হতে পারেননি নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, এড. হাবিবুর রহমান হাবিব. সুদীপ রঞ্জন সেন বাপ্পু, এড, রোকসা বেগম শাহনাজ, আজমল বখত সাদেক, নজিবুর রহমান নজিব ও সালেহ আহমদ খসরু, সদস্য আমির হোসেন, মাহবুব কাদির শাহী, মোর্শেদ আহমদ মুকুল, নুুরুল আলম সিদ্দিকী খালেদ, আবুল কালাম ও ডাঃ নাজমুল ইসলাম, সিলেট মহানগর শ্রমিকদলের সভাপতি ইউনুছ মিয়া, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান প্রমুখ। বিজ্ঞপ্তি