স্পোর্টস ডেস্ক :
ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের পাকিস্তান সফর করার কথা ছির গত বছরে। কিন্তু বিভিন্ন কারণে দেখিয়ে দল দুটি তাকে সফর বাতিল করে। অবশেষ পাকিস্তানে না যাওয়া সফর নিয়ে সরব উঠে আবার। চলতি বছরের শেষের দিকে পাকিস্তানে পাড়ি জমাবে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড।
মাত্র কদিন আগে পাকিস্তান সফর শেষ করল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এবার নিজেদের মাঠে শ্রীলঙ্কা ও নিউ জিল্যান্ডের বিপক্ষে দুটি করে এবং ইংল্যান্ডের সঙ্গে তিনটি টেস্ট ম্যাচ। আর ভিন্ন ভিন্ন চারটি দলের বিপক্ষে পাকিস্তানেই ১২টি ওয়ানডে ম্যাচও খেলবেন বাবর আজমরা।
সাত টি-টোয়েন্টি খেলতে সেপ্টেম্বর-অক্টোবরে পাকিস্তান যাবে ইংল্যান্ড। পরে তিনটি টেস্ট খেলতে ফিরবে নভেম্বরে। ডিসেম্বর জানুয়ারিতে নিউ জিল্যান্ড পাকিস্তানে খেলবে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে। আর পরের এপ্রিলে কিউইদের তারা ফের স্বাগত জানাবে পাঁচটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে।