কাজিরবাজার ডেস্ক :
সারাদেশে ডেঙ্গু নির্ণয়ের জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার খরচ কমিয়ে সর্বোচ্চ ৫শ টাকা নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ মোকাবিলায় গত রবিবার স্বাস্থ্য অধিদপ্তর এসব পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এই মূল্য তালিকা কার্যকর থাকবে।
ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য টেস্টগুলোর মূল্য নিম্নরূপ হবে:
ক) NS1-৫০০ টাকা (সর্বোচ্চ), যার পূর্বমূল্য ছিল 1200-2000 টাকা। খ) IgM + IgE অথবা IgM/ IgE- ৫০০ টাকা (সর্বোচ্চ), যার পূর্বমূল্য ছিল 800–1600 টাকা।
গ) CBC (RBC + WBC + Platelet + Hematocrit)- ৪০০ টাকা (সর্বোচ্চ), যার পূর্বমূল্য ছিল ১০০০ টাকা।
তবে সরকার নির্ধারিত এ ফির অতিরিক্ত টাকা নিলে মেইল বা মোবাইলফোনে সরাসরি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে অভিযোগ করতে পারবেন ভোক্তারা।অভিযোগ করার মেইল ঠিকানা: dddhakadncrp@gmail.com, dd-dhaka@dncrp.gov.bd.০১৬২৪২৭৬০১২ মোবাইল নম্বরে ফোন করে সরাসরি অভিযোগ করা যাবে।
ভোক্তা অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘স্বাস্থ্য অধিদফতরের নির্ধারিত ফির বেশি অর্থ আদায়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। ভোক্তার স্বার্থে আমরা এ অভিযান পরিচালনা করছি। তিনি আরও বলেন, কেউ যেন মানুষকে যেন ভোগান্তিতে না ফেলতে পারে সে জন্য কাজ করছি। তাই ডেঙ্গু চিকিৎসায় সরকার নির্ধারিত ফির বেশি অর্থ আদায় করলে সরাসরি আমাদের কাছে অভিযোগ করা যাবে। এ বিষয়ে অধিদফতর সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে।