শেষ দুই বলে দুই ছক্কায় গুজরাটের অবিশ্বাস্য জয়

4

স্পোর্টস ডেস্ক :
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শুক্রবার রাতের ম্যাচে শেষ দুই বলে ১২ রান তুলে গুজরাট লায়ন্সকে ৬ উইকেটেরে এক বিশ্বাস্য জয় এনে দিয়েছেন দলের অলরাউন্ডার ক্রিকেটার রাহুল তেয়াতিয়া। ফলে নিজেদের প্রথম তিন ম্যাচের তিনটিতেই জয় পেল হার্দিক পান্ডিয়া নেতৃত্বাধীন এই দলটি।
পাঞ্জাব কিংসের দেয়া ১৯০ রানের জবাবে ব্যাট করতে নামা গুজরাট লায়ন্সের শেষ ওভারে দরকার ছিল ১৯ রানের। ওডিয়েন স্মিথের করা প্রথম বলটি ওয়াইড এবং পরের বলে সাজঘরে ফেরেন দলীয় অধিনায়ক হার্দিক পান্ডিয়া। পরে টানা তিন বলে যথাক্রমে ১, ৪ এবং ১ রান নিলে দুই বলে দরকার পড়ে ১২ রান।
শেষ দুই বল মোকাবিলা করেন রাহুল তেয়াতিয়া। ওডিয়েন স্মিথের করা পঞ্চম বলে ছক্কার হাঁকালে খেলা জমে যায়। এরপর শেষ বলেও ছয়ের মার আসে তার ব্যাট থেকে। তাতেই এক অবিশ্বাস্য জয় পেয়ে যায় এবারের আসরের নবাগত দলটি।
তবে দলের এই জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন গুজরাটের ওপেনার শুবমান গিল। শুরুতে খেলতে নেমে মাত্র ৫৯ বলে ১১ চার এবং এক ছয়ের মারে করেন ৯৬ রান। এছাড়া সাই সুর্দশন ৩০ বলে ৩৫ এবং হার্দিক পান্ডিয়া ১৮ বলে ২৭ রান করেন।
এর আগে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে লিভিনস্টোনের ফিফটিতে বড় সংগ্রহ পায় পাঞ্জাব কিংস। মাত্র ২৭ বল খেলে সাতটি চার এবং চারটি ছয়ের মারে করেন ৬৪ রান। এছাড়া ধাওয়ান ৩০, জিতেশ ২৩, রাহুল চাহার ২২ এবং শাহরুখ খান ৮ রান করেন।