করোনাভাইরাস কমেছে, রোগী শূন্য সিলেটের ৩ জেলার হাসপাতাল

3

স্টাফ রিপোর্টার :
মহামারী করোনাভাইরাস আস্তে আস্তে কমে আসছে। দেশের অন্যান্য স্থানের মতো সিলেট বিভাগও করোনা শূন্য হওয়ার পথে। যদিও প্রায় প্রতিদিনই রোগী শনাক্ত হচ্ছেন, তবে করোনা চিকিৎসার জন্য বিশেষায়ীত হাসপাতালগুলো রোগী শূন্য হচ্ছে।
বুধবার সিলেট বিভাগর ৪ জেলার মধ্যে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত রোগী ভর্তি ছিলেন ৯ জন। এর মধ্যে সন্দেহজনক ৭ জন। বিভাগের ওপর ৩ জেলা সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের করোনার জন্য বিশেষায়ীত হাসপাতালগুলো ছিল রোগী শূন্য।
বুধবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা শনাক্ত হয়েছে ৩৬ জনের। তাদের মধ্যে সিলেট জেলার ২৪, হবিগগঞ্জে ১ ও মৌলভীবাজারে ৮ জন। অপর ৩ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগী। মোট ৮৭৮ জনের নমুনা পরীক্ষা করে তাদের শনাক্ত করা হয়। হার ৪ দশমিক ১০। এদেরসহ সিলেট বিভাগজুড়ে এ পর্যন্ত মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা ৫৫ হাজার ২৬৭ জন।
বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪ জন। এদেরসহ মোট সুস্থ হয়েছেন ৪৯ হাজার ৯১৪ জন। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এ পর্যন্ত বিভাগজুড়ে করোনায় মোট মৃত্যু হয়েছে ১ হাজার ১শ’ ৮৩ জনের। স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় এসব তথ্য নিশ্চিত করেছেন।