কবির মাহমুদ

9

তেল গায় আগুন :

আগুনে জ্বলে পুড়ে তেল হায় হায়!
তেল কেনা হয়ে গেছে গরীবের দায়!
বাংলাটা হয়ে গেছে কাঙ্গলার দেশ,
এইখানে নেই কারো সততার লেশ।

তেল লাগে সব কাজে বিরানি ও বর্তায়,
তেল ছাড়া ভাজি করো বলে আজ কর্তায়।
সস্তিতে নেই আজ সোহাগের তেলটা,
কই গিয়ে থামবে জানা নেই খেলটা!

তেল কই তেল কই? তেল নেই বাজারে,
তেলস্রোতে চাটুকার সাজে আজ রাজারে!
এই গ্যাস, এই তেল, এই বাড়ে বিদ্যুৎ,
দ্রব্যের দাম নিয়ে খেলে যায় কুতকুত!

কখনো বেগুন আর মরিচের বাড়ে ঝাল,
পিয়াজ রসুন আর আগুনে পুড়ে ডাল।
নীতি আর প্রীতি সব, ঢুবে মরে সাগরে,
ভিক্ষার থালা নিয়ে তেলধন মাগো রে।

দুইশতে বাকি আরও দুই টাকা কম,
নীরবে দেখে যাও কই ফেলে দম?
নিম্ন বা মধ্য কারো নেই সস্তি
আমাদের ঘাড়চেপে বসে আছে হস্তি!